বৃহস্পতিবার, নভেম্বর ২১ ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ - হেমন্তকাল | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আগামী বছর থেকে প্রকাশের আগেই অনলাইনের নিবন্ধন নিতে হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: আগামী বছর থেকে নতুন করে কোনো অনলাইন সংবাদমাধ্যম খুলতে হলে আত্মপ্রকাশের আগেই নিবন্ধন নিতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালুর আগেই অনেকগুলো অনলাইন চালু থাকায় আপাতত এ বিষয়ে শিথিলতা দেখানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেছেন, পত্রিকা প্রকাশ করতে হলে প্রথমে ডিক্লারেশন নিতে হয়, এছাড়া কেউ পত্রিকা প্রকাশ করতে পারে না। অনলাইনের ক্ষেত্রে তো সেটা হওয়া সমীচীন। সুতরাং আমরা অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাবো। আমরা আলোচনা করেছি, আগামী বছর থেকে কোনো অনলাইন আত্মপ্রকাশ করার আগেই রেজিস্ট্রেশন নিতে হবে। তাহলে এখানে একটা শৃঙ্খলা আসবে।

 

বুধবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে এ কথা বলেন তিনি।

একই সঙ্গে সংবাদ প্রচার করা আইপি টিভিগুলোও বন্ধের উদ্যোগ নেয়া হচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আইপি টিভি কোনো সংবাদ প্রচার করতে পারবে না। আমরা এটি সম্প্রচার নীতিমালা যেটি মন্ত্রীসভায় পাশ হয়েছে সেটি অনুযায়ী এটা তারা পারবে না। আমরা খুব দ্রুত যেগুলো সংবাদ প্রচার করছে সেগুলোর কার্যক্রম বন্ধ করবো।’

 

বিএসআরএফ সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সংলাপে বক্তব্য রাখেন প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া। সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৭ অক্টোবর ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ