সাইবারবার্তা ডেস্ক: বিদায়ী অর্থ বছরে তথ্য ও যোগাযোগ বিভাগের অধীন সংস্থা ও প্রকল্পসমূহের ৩১ মে ২০২১ পর্যন্ত আর্থিক অগ্রগতি হয়েছে ৭৩.৯৫ শতাংশ। এই অগ্রগতির তালিকায় শীর্ষে রয়েছে জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষ (ডিসিএ)। চলতি অর্থবছরের জন্য অবমুক্ত ৯১ লাখ টাকার মধ্যে ৮৬ লাখ টাকা ব্যয় করে সর্বোচ্চ ৯৪ দশমিক ৭৬ শতাংশ আর্থিক অগ্রগতি হয়েছে এই প্রকল্প বাস্তবায়নে।
দ্বিতীয় সর্বোচ্চ আর্থিক অগ্রগতিতে অবমুক্ত হওয়া আট কোটি ৩৪ লাখ টাকার মধ্যে সাত কোটি ৯৯ লাখ টাকা ব্যয় করে ৭৭ দশমিক ৮৮ শতাংশ অগ্রগতি করেছে আইসিটি অধিদপ্তর। আর আইসিটি বিভাগের অবমুক্ত হওয়া ১৬১ কোটি ৮৬ লাখ টাকার মধ্যে ১৪১ দশমিক ৫৫ লাখ টাকা খরচ হওয়ায় অগ্রগতির হার ৭৭ দশমিক ৮৫ শতাংশ।
একইভাবে ক্রমানুসারে প্রকল্প বাস্তবায়নে হাইটেক পার্ক কর্তৃপক্ষের অগ্রগতি হয়েছে ৭৪ দশমিক ২৪ শতাংশ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ৪৯ দশমিক ৯৩ শতাংশ এবং ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক (সিসিএ) সংস্থার অগ্রগতি হয়েছে ৪৯ দশমিক ৯৩ শতাংশ।
সোমবার নিজেদের বৈঠক প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন পর্যালোচনা সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সামনে এই তথ্য উপস্থাপন করেন প্রকল্প প্রধানেরা।
আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে দ্রুত প্রকল্পসমূহের আর্থিক অগ্রগতি শতভাগ নিশ্চিত এবং যথাসময়ে কাজ শেষ করতে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রসঙ্গত, চলতি অর্থবছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন কারিগরিসহ মোট ২৮টি প্রকল্পের জন্য আরএডিপিতে বরাদ্দ ৬৯৫ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এরমধ্যে চলতি বছরের জন্য অবমুক্ত করা হয় ৫৭২ কোটি ৮২ লাখ টাকা।
(সাইবারবার্তা.কম/আইআই/৮ জুন ২০২১)