নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: ভারত সরকারের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই দেশটির নতুন আইটি আইন অনুসরণ করে একজন আবাসিক অভিযোগ কর্মকর্তা নিয়োগ দিয়েছে টুইটার। প্রধান কমপ্লায়েন্স কর্মকর্তা নিয়োগের কয়েক দিনের মধ্যেই দ্বিতীয় এই ‘আবশ্যকীয়’ পদ পূরণ করলো মার্কিন এই সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানটি।
রোববার টুইটার সাইটে বিনয় প্রকাশকে নতুন অভিযোগ কর্মকর্তা হিসাবে দেখানো হয়েছে। ব্যবহারকারীদের জন্য তার কাছে অভিযোগ জানানোর পদ্ধতি এবং তার নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানটি প্রকাশ করেছে বলে জানিয়েছে রয়টার্স।
এর আগে বৃহস্পতিবার টুইটার ভারতীয় আদালতকে নতুন নিয়ম মেনে চলার জন্য একজন অন্তর্বর্তীকালীন অভিযোগ কর্মকর্তা নিয়োগ করার কথা জানায়। পাশাপাশি আট সপ্তাহের মধ্যে ওই পদে চূড়ান্ত নিয়োগের পরিকল্পনা জানায় টুইটার।
সামাজিক যোগাযোগ মাধ্যমের কনটেন্ট নিয়ন্ত্রণ, প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দ্রুত পোস্ট অপসারণ এবং কনটেন্ট লেখক বা নির্মাতাদের তথ্য জানানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো যেন দ্রুত সাড়া দেয়, সে লক্ষ্যে মে মাসের শেষের দিকে নতুন আইটি আইন প্রবর্তন করে ভারত।
একদিকে টুইটারের সঙ্গে ভারতের দ্বন্দ্ব, অপরদিকে ফেইসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এবং অ্যামাজনের মতো অন্যান্য মার্কিন ডিজিটাল জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর ওপর ভারতের নতুন আরোপিত নীতিমালার বিধিনিষেধ মিলে সম্ভাবনাময় এই বাজারের পরিবেশ তিক্ত করে তুলছে, দেশটিতে প্রযুক্তি নির্বাহীরা এমনটাই মনে করছেন বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
(সাইবারবার্তা.কম/আইআই/১২ জুলাই ২০২১)