মঙ্গলবার, জানুয়ারি ২১ ২০২৫ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি

আইট্রিপলই ইয়েস্ট১২ প্লাটফর্মের সঙ্গে যুক্ত হলো বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: আইট্রিপলই ইয়েস্ট টুয়েলভ প্লাটফর্মের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে দেশের কয়েক হাজার শিক্ষার্থীকে উদ্ভাবনী প্রশিক্ষণ দেয়া হবে।৪ সেপ্টেম্বর, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

 

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম জানান, বাংলাদেশ সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সঠিক সময়ে পূরণে উদ্ভাবনের দিকে গুরুত্ব দিচ্ছে।

 

অনুষ্ঠানে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের বিভিন্ন পদক্ষেপের তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। তিনি জানান, নতুন এই চুক্তির ফলে দেশে ৫ হাজার শিক্ষার্থী প্রশিক্ষণ পাবেন।

 

স্বাগতবক্তব্যে ভারতের মুকারাগুরু কলেজ অব টেকনোলজির অধ্যাপক রমালথা মারিমুথু জানান, এই চুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উপকৃত হবেন তেমনি বৃদ্ধি পাবে উদ্যোক্তা।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের গণিতবিদ এবং কানসাস বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক বোজেন্না পাসিক-ডানকান। তিনি তার বক্তব্যে বাংলাদেশি উদ্যোক্তা-উদ্ভাবকদের ভূয়সী প্রশংসা করেন।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৭ সেপ্টেম্বর ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ