সাইবারবার্তা ডেস্ক: আইক্লাউড মেইলের ওয়েব সংস্করণ অভিজ্ঞতায় পরিবর্তন নিয়ে আসছে অ্যাপল। আদতে ওয়েব মেইল সেবাকে ম্যাকওএস বিগ সারের পরিবর্তনের কাছাকাছি নিয়ে আসতে চাইছে প্রতিষ্ঠানটি। ৯ টু ৫গুগলের এক প্রতিবেদনে উঠে এসেছে, আপাতত আইক্লাউড বেটা ওয়েবসাইটে ব্যবহারকারীরা মেইল ওয়েব অ্যাপের নতুন সংস্করণ খুঁজে পাবেন। আইপ্যাড ও ম্যাকের মেইল অ্যাপের সঙ্গে নতুন নকশার মিল পাবেন ব্যবহারকারীরা।
অফিশিয়াল আইক্লাউড ওয়েবসাইট অ্যাপের মাধ্যমে এখনও পুরোনো মেইল ওয়েব অ্যাপে প্রবেশ করতে পারবেন ব্যবহারকারীরা। ওই অ্যাপে এখনও আইওএস ৭ এর মতো ইন্টারফেইস রয়েছে, একদম সরু ফন্ট ও আইকনও রয়েছে ওই ইন্টারফেইসে। পুরোনো এবং নতুন মেইল অ্যাপের মধ্যে বড় পার্থক্যটিই চোখে পড়বে মেইলের কম্পোজিশন প্যানেলে। নতুনটিতে এখন একই উইন্ডোতে খুলবে প্যানেলটি। কিন্তু পুরোনো সংস্করণে আলাদা উইন্ডোতে খুলতো প্যানেল।
(সাইবারবার্তা.কম/আইআই/১৫ জুন ২০২১)