নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: বহুল প্রতিক্ষিত ক্রস প্ল্যাটফর্ম চ্যাট ট্রান্সফার সুবিধা চালু করলো হোয়াটসঅ্যাপ। স্যামসাংয়ের সাম্প্রতিক উন্মোচন অনুষ্ঠানে এই ফিচারটির ঘোষণা করা হয়। অবশেষে স্যামসাং ডিভাইসে ফিচারটি উপভোগ করা যাচ্ছে। খবর এনগ্যাজেট।
নতুন এই ফিচারের মাধ্যমে ভয়েস মেমো, ছবি এবং ভিডিওসহ চ্যাট হিস্টোরি অ্যান্ড্রয়েড ও আইওএসের মধ্যে ট্রান্সফার করা যাবে। এখন থেকে অ্যান্ড্রয়েড ১০ কিংবা তার পরের সংস্করণ চালিত স্যামসাং ডিভাইসে এই সুবিধা পাওয়া যাবে। শিগগিরই আরও অ্যান্ড্রয়েড ডিভাইসে ফিচারটি চালু হবে বলে জানা গেছে।
নতুন এই টুলের পাশাপাশি ব্যবহারকারীকে একটি লাইটেনিং টু ইউএসবি সি ক্যাবলের প্রয়োজন হবে ফোন দুটির মধ্যে সংযোগ ঘটানোর জন্য। এছাড়া উভয় ডিভাইসে একই ফোন নাম্বার থাকতে হবে। আর ব্যবহারকারীর ফোনটি নতুন কেনা হয়েছে কিংবা সম্প্রতি ফ্যাক্টরি রিসেট দেয়া হয়েছে এমন হতে হবে। প্রক্রিয়াটি আপাতভাবে সহজ মনে না হলেও হোয়াটসঅ্যাপ জানিয়েছে এই প্রক্রিয়াটি নিরাপদ ও নির্ভরযোগ্য।
(সাইবারবার্তা.কম/আইআই/১ সেপ্টেম্বর ২০২১)