নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: ব্যক্তিগত আয়কর রিটার্ন ফরম ও সম্পদের হিসাব-নিকাশ রাখতে চালু হয়েছে ওয়েব অ্যপ্লিকেশন ‘ডিজিট্যাক্স’। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করা যাবে আয়কর। জমা দেওয়া যাবে আয়কর রিটার্ন।
ওয়েব অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে দেশ ইউনিভার্সেল প্রাইভেট লিমিটেড।
ডিজিট্যাক্সের মূল ফিচার নিয়ে প্রতিষ্ঠানটির টিম মেম্বার সৈয়দা নুসরাত হায়দার জানিয়েছেন, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আয়কর রিটার্ন দাখিল করার প্রাথমিক কাজগুলো সহজেই করতে পারবেন গ্রাহকরা। একটি নির্দিষ্ট ফি দিয়ে আয়কর রিটার্ন দাখিলের এই সেবা পাওয়া যাবে। তবে পুরোপুরিভাবে আয়কর রিটার্ন দাখিল এই অনলাইনে সম্ভব নয়। কেননা, জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে এই প্ল্যাটফর্মটি ইন্টিগ্রেটেড নয়। ইন্টিগ্রেটেড হলে তখন অনলাইনে রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রও তৈরি হবে। এর ফলে কাগজপত্রের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিলের প্রয়োজন পড়বে না। সরকারও ডাটা এন্ট্রি ছাড়াই রিয়েল টাইম আপডেট পাবে।
তিনি আরো জানান, করদাতারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে রিটার্ন পূরণ করে নিজে আয়কর অফিসে জমা দিতে পারেন অথবা গ্রাহক যদি চান, তবে ডিজিট্যাক্সের পেশাদার আইনজীবীর মাধ্যমেও রিটার্ন জমা দিতে পারবেন।
গত শনিবার রাজধানীর পল্টনে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে অ্যাপটি উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য আলমগীর হোসেন।
এসময় পেশাদার হিসাববিদদের সংগঠন দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরু, ডিজিট্যাক্সের উপদেষ্টা ও দেশ ইউনিভার্সেলের নির্বাহী পরিচালক মোসারাত নাইমা, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আজিজুর রহমান, ডিজিট্যাক্সের পরিচালক গোলাম শাহরিয়ার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন, ইআরএফের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
(সাইবারবার্তা.কম/আইআই/২৫ অক্টোবর ২০২১)