বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

অ্যাপলের বিরুদ্ধে তদন্ত করছে জার্মানি

নিজস্ব প্রতিবেদক,সাইবারবার্তা: অ্যাপলের বিরুদ্ধে তদন্তে নেমেছে জার্মানির অ্যান্টিট্রাস্ট তদারক সংস্থা। তদন্তে অ্যাপলের “বাজার জুড়ে চূড়ান্ত প্রভাব” বিশ্লেষণ করে দেখবে জার্মানির ফেডারেল কার্টেল অফিস (এফসিও)। প্রতিষ্ঠানটি বাজার আধিপত্যের সুযোগ নিচ্ছে কি না তা-ও খতিয়ে দেখা হবে তদন্তে।

 

দেশটিতে ঠিক একই ধরনের তদন্ত চলছে ফেসবুক, অ্যামাজন এবং গুগলের বিরুদ্ধেও।সম্ভাব্য প্রতিযোগিতা বিরোধী অনেক অভিযোগ পাওয়ার ফলেই এই তদন্ত করেছে সংস্থাটি। জানিয়েছে, বিজ্ঞাপন ও গণমাধ্যম শিল্প সংশ্লিষ্ট সংগঠনের কাছ থেকেও অভিযোগ এসেছে।

 

অভিযোগে বলা হয়েছে, আইওএস ১৪.৫ অপারেটিং সিস্টেমের মাধ্যমে অ্যাপল ব্যবহারকারীকে ট্র্যাক করা নিষিদ্ধ করেছে। অ্যাপল মুখপাত্র বলছেন, “আমরা এফসিও এর সঙ্গে আমাদের পন্থা নিয়ে আলোচনায় এবং তাদের উদ্বেগের ব্যাপারে খোলাখুলি আলাপ করতে আগ্রহী।”

 

(সাইবারবার্তা.কম/আইআই/২২ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ