নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমের জন্য প্লে সার্ভিস আপডেট করবে না গুগল। ফলে অ্যান্ড্রয়েড ৪.১, ৪.২ ও ৪.৩ সংস্করণ ব্যবহারকারীরা বেশ বেকায়দায় পড়তে যাচ্ছেন। খবর জিএসএম এরিনা।
যদিও এখনই লাইফলাইন শেষ হয়ে যায়নি। আগামী আগস্টের শেষের দিকে ২১.৩০.৯৯ সংস্করণের আপডেট আসতে পারে, ফলে এটিই হবে জেলি বিন চালিত ফোনের জন্য সর্বশেষ প্লে সার্ভিস আপডেট।
প্রায় নয় বছর আগে ২০১৩ সাল জেলি বিন উন্মুক্ত করা হয়। সেই সময় ইউজার ইন্টারফেস সাবলিলভাবে চলার জন্য প্রোজেক্ট বাটারসহ বেশকিছু উন্নয়ন আনা হয়েছিলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। এছাড়া গুগল নাউ, প্রতিটি অ্যাপ থেকে নোটিফিকেশন মিউট করা, অডিও অভিজ্ঞতা উন্নয়নে এএসি সাপোর্ট, গ্যাপ-লেস প্লেব্যাক, মাল্টি-চ্যানেল অডিও, ইউএসবি অডিও ইত্যাদি চালু করা হয়।
গুগলের তথ্যমতে, জেলি বিনের তিনটি সংস্করণ মিলে সকল সক্রিয় অ্যান্ড্রয়েড ডিভাইসের সংখ্যার এক শতাংশেরও কম। গুগল এসব ডিভাইসকে এখন আর ব্যবহৃত হিসেবে মনে করতে সম্মত নয়। ফলে হয় এসব অ্যান্ড্রয়েড সংস্করণের সাপোর্ট বন্ধ করা হবে অথবা এর ডেভেলপমেন্ট টিমের সদস্য সংখ্যা কমিয়ে ফেলা হবে।
(সাইবারবার্তা.কম/আইআই/১০ জুলাই ২০২১)