নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: কথা ছিলো, এপ্রিলে চালু করা হবে শাফল ফাংশন ‘প্লে সামথিং’। তবে পাঁচ মাস দেরিতে হলেও অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের জন্য বৈশ্বিকভাবেই আনুষ্ঠানিকভাবে নিজেদের নতুন এই ফিচারটি উন্মুক্ত করলো মার্কিন এ স্ট্রিমিং জায়ান্ট।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, মোবাইল ডিভাইসে পর্দার নিচের দিকের অংশে থাকা ‘ন্যাভিগেশন বার’ -এ প্লে সামথিং বাটনটি খুঁজে পাবেন আগ্রহীরা।
ফলে দেখার মতো কিছু খুঁজে না পেলে ফিচারটির সাহায্যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নেটফ্লিক্সকে কোনো কন্টেন্ট চালিয়ে দিতে আদেশ করতে পারবেন। ব্যবহারকারীর নির্দেশ পেলে নেটফ্লিক্স নিজেই ভার নেবে কন্টেন্ট দেখানোর।
অবশ্য এখনও আইওএস প্ল্যাটফর্মে আসেনি ফিচারটি। নেটফ্লিক্স বলছে, আগামী মাসগুলো আইওএসে শাফল ফাংশন পরীক্ষা শুরু করবে তারা। তবে নেটফ্লিক্সের ‘ফাস্ট লাফস’ ফিচার পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন আইওএস ব্যবহারকারীরা। বছরের শুরুতে তারা ফিচারটি পেলেও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, ইন্ডিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স এবং যুক্তরাজ্যের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা মাত্র হাতে পাওয়া শুরু করেছেন ফাস্ট লাফস’ ফিচারটি। ফলে আরো অপেক্ষায় থাকতে হবে বাকি দেশগুলোর ব্যবহারকারীদের।
(সাইবারবার্তা.কম/আইআই/৫ অক্টোবর ২০২১)