সাইবারবার্তা ডেস্ক: গুগলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার অ্যান্টিট্রাস্ট মামলার বরাতে উন্মোচিত হয়েছে নতুন তথ্য। মামলার এক নথির বরাতে জানা গেছে, অ্যান্ড্রয়েডের গোপনতা সেটিংস যাতে খুঁজে পাওয়া কঠিন হয়, সে ব্যবস্থা করেছিল গুগল। মামলার নথি বলছে, প্রতিষ্ঠানটি যখন অপারেটিং সিস্টেম নিয়ে আসার ব্যাপারে পরীক্ষা করছিল, তখন ওই ফিচারগুলোকে “সমস্যা” হিসেবে দেখেছে এবং সেগুলোকে মেনু সিস্টেমের আরও গভীরে নিয়ে গেছে। অ্যারিজোনার আইনজীবিরা আরও জানিয়েছেন, এলজির মতো ফোন ব্র্যান্ডকে অবস্থান সেটিংস সরিয়ে ফেলার জন্য “সাফল্যের সঙ্গে চাপ প্রয়োগ” করেছে গুগল।
গুগলের কর্মীরা স্বীকার করে নিয়েছেন যে প্রতিষ্ঠানটিকে বাসা এবং কাজের অবস্থান শনাক্ত থেকে থামানো কঠিন, এবং অভিযোগ করেছেন “কোনোভাবেই” গুগলকে না দিয়ে তৃতীয় পক্ষের অ্যাপকে অবস্থান ডেটা দিতে পারেন না ব্যবহারকারীরা। এখনও এ ব্যাপারে মন্তব্য করেনি গুগল। অতীতে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, অ্যারিজোনার আইনজীবিরা তাদের সেবাকে “ভুল বৈশিষ্ট্যে” অভিহিত করছে এবং তারা অবস্থান গোপনতা নিয়ন্ত্রণের বেলায় “বলিষ্ঠ” সেবা দিয়ে থাকে। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, গুগল কিছুদিন ধরে গোপনতা উন্নয়নে কাজ করছে। প্রতিষ্ঠানটির নতুন অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে প্রাইভেসি ড্যাশবোর্ড এবং অন্যান্য নিয়ন্ত্রণের পাশাপাশি “আরও নিকটবর্তী” অবস্থান অপশন চোখে পড়বে।
(সাইবারবার্তা.কম/আইআই/৩১ মে ২০২১)
								
											
											


