সাইবারবার্তা ডেস্ক: আমাদের অনেকেই অনলাইনে গেম খেলতে ভালোবাসেন। শুধু আমরাই কেন? বিশ্বজুড়ে প্রায় ১.২ বিলিয়ন ইউজার নিয়মিত অনলাইন গেমে লগ ইন করে থাকেন। কিন্তু আশঙ্কার বিষয় এই যে, অর্থের লোভে আমাদের ব্যক্তিগত ডাটা হাতিয়ে নেবার উদ্দ্যেশ্যে এসব অনলাইন গেমিং এ দুষ্কৃতিকারীরা ওঁত পেতে তাকে।
আপনি যখন অনলাইনে গেম খেলছেন তখন নিম্নোক্ত বিষয়গুলো আপনার ও আপনার ডাটার সুরক্ষার কাজে আসবে বলে আমরা বিশ্বাস করি। আপনি পিসি, কনসোল, ফোন কিংবা ট্যাবলেট যেখানেই গেম খেলুন না কেন এই প্রক্রিয়া অনুসরণ করে আপনি নিশ্চিন্তে গেমিং চালিয়ে যেতে পারবেন।
আপনার ডিভাইস সুরক্ষিত রাখুন
অধিকাংশ সাইবার এটাক আপনার ডিভাইস বা সফটওয়্যারের দুর্বলতার কারণে ঘটে থাকে। ব্যবহৃত সফটওয়্যারটি আপ টু ডেট রাখলে সহজেই এ সমস্যা এড়িয়ে চলতে পারেন। এজন্য আপনার অপারেটিং সফটওয়্যার ও অন্যান্য সফটওয়্যার গুলো নিয়মিত আপডেট করুন। খুব সহজ একটি উপায় হল অটোম্যাটিক আপডেট অন রাখা।
একাউন্ট সুরক্ষা
আপনার গেমিং একাউন্টটি একটি শক্তিশালী পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত রাখুন। অন্য কোন একাউন্টে ব্যবহার করা পাসওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকুন। যদি আপনার একাউন্টে টু ফ্যাক্টর অথেনটিকেশন অপশন এভেইলেবল থাকে তা ব্যবহার করুন, এটি আপনার একাউন্টকে একটি অতিরিক্ত লেয়ারে সুরক্ষা প্রদান করে।
প্রাইভেসি প্রোটেকশন
অনলাইনে ব্যক্তিগত তথ্য প্রদানে সতর্ক থাকুন। খুব সীমিত পরিমাণ তথ্য দিন। অন্য কেউ যাতে আপনার ডাটা এক্সেস করতে না পারে এজন্য প্রাইভেসি সেটিংস এপ্লাই করুন। এবং গেমের অন্য প্লেয়ারদের কাছে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। পুরনো গেম কনসোল বা ডিভাইস পরিবর্তন করার আগে সেখানে প্রদত্ত ডাটা ডিলিট করে দিন।
অফিসিয়াল সোর্স বা স্টোর ব্যবহার করুন
যখনই কোন ডিভাইস থেকে অনলাইনে গেম খেলবেন বা কোন গেম আপনার ডিভাইসে ইন্সটল করবেন গেমের সোর্স ভেরিফাই করুন। সহজ একটি উপায় হল গেমটির অফিসিয়াল সাইটে গিয়ে খেলা বা অফিসিয়াল সাইট থেকে গেমের অ্যাপ ইন্সটল করা।
অনলাইন গেমিং এ সাইবার এটাক মূলত গেমের বাইরে থেকেই বেশি ঘটে। যেমন আপনি চেনেন না এমন কোন প্লেয়ার আপনাকে গেমটি আপগ্রেড করার জন্য বলতে পারে। কিংবা আপনাকে কোন লিংক শেয়ার করে সেখানে ক্লিক করতে বলতে পারে। এ ধরণের অফার ফিশিং মেইল থেকে আসতে পারে। গেমের অফিসিয়াল সোর্স থেকে গেম খেললে বা গেম ইন্সটল করলে এ ধরণের তৃতীয় পক্ষের আক্রমণ এড়ানো যায়। সৌজন্যে: ডিজিটাল নিরাপত্তা এজেন্সি
(সাইবারবার্তা.কম/আইআই/জেডআই/২১মার্চ২০২১)