নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: ৩০ নভেম্বর ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের শেষ দিন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলেছে, সময় বাড়ানো হবে না। আর যাদের করযোগ্য আয় নেই, কিন্তু টিআইএন আছে, তাদের জন্য সহজ ব্যবস্থা হচ্ছে অনলাইনে রিটার্ন দেয়া। কারণ, এ পদ্ধতিতে হিসাবের ঝামেলা কম। সহজ উপায়ে তথ্য পূরণ করা যায়।
তাহলে এখনই জেনে নেয়া যাক অনলাইনে কীভাবে রিটার্ন জমা দিতে হয়-
অনলাইনে রিটার্ন্ দিতে হলে প্রথমে ইট্যাক্স এনবিআর ডট জিওবি ডট বিডি (etaxnbr.gov.bd) পেজে ঢুকে ই-রিটার্ন সিলেক্ট করুন। আপনি চলে এলেন রিটার্ন দাখিল সিস্টেমে।
নিজের নামে মোবাইল ফোন নম্বার দিয়ে নিবন্ধন করুন। নিবন্ধনের সময় নিজের পাসওয়ার্ড নিজে সেট করে নিতে হয়।
নিবন্ধন করার সাথে সাথে আপনার নিজের একটা ই-রিটার্ন অ্যাকাউন্ট হয়ে গেল। নিজের টিআইএন এবং পাসওয়ার্ড দিয়ে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট সাইন ইন করতে পারবেন।
নিবন্ধন হয়ে গেলে এবার সাইন-ইন করুন। যাদের করযোগ্য আয় নেই বা ‘জিরো ট্যাক্স’, তাদের কিছু তথ্য দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে রিটার্ন জমার কাজ সম্পন্ন হয়ে যাবে।
যাদের করযোগ্য আয় রয়েছে, তোদের কর নিরূপণের জন্য হিসাব করতে হয়। তবে ভয়ের কোনো কারণ নেই। স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে, আপনার মোট আয় কত হলো, করের পরিমাণ কত, কত রেয়াত পাওয়া যাবে, রিটার্নের সাথে কত টাকা দিতে হবে।
অনলাইনে রিটার্ন জামার সাথে সাথে ‘প্রাপ্তিস্বীকার’ স্লিপ পাওয়া যাবে।
অনলাইন রিটার্ন দাখিলের কিছু দিকনির্দেশনা-
১. ই-রিটার্ন ব্যবহারের জন্য বায়োমেট্রিক্যাল ভেরিফাইড মোবাইল ফোন নম্বর প্রয়োজন হবে।
২. সহজ ব্যবহার ও ভালো কাজের জন্য একটি ল্যাপটপ বা একটি ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করুন। মোবাইল ডিভাইসগুলি সমস্ত ফিচার প্রদর্শন করতে পারে না।
৩. আপনার আয়কর তথ্যের গোপনীয়তা বজায় রাখতে আপনার OTP বা পাসওয়ার্ড অন্যদের সঙ্গে শেয়ার করবেন না।
৪. ই-রিটার্ন ব্যবহার করার সময় সমস্ত প্রয়োজনীয় নথি/কাগজপত্র সঙ্গে রাখুন। আপনার নথি/কাগজপত্র থেকে আপনাকে অনেক তথ্য দিতে হবে।
৫. আপনি এখানে কোনো কাগজপত্র সংযুক্ত করবেন না। প্রয়োজন হলে ট্যাক্স অফিস পরবর্তী সময়ে আপনার রিটার্ন সম্পর্কিত ডকুমেন্টের জন্য অনুরোধ করতে পারে।
৬. ই-রিটার্নের সমস্ত হিসাব আপনার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে হবে। আপনার তথ্যের আলোকে সিস্টেম অটোমেটিক হিসাব করে নেবে।
৭. রিটার্ন প্রস্তুতির সময় আপনি সিস্টেম সাহায্য নিতে পারেন।
(সাইবারবার্তা.কম/আইআই/২৮ নভেম্বর ২০২১)