মঙ্গলবার, জানুয়ারি ২১ ২০২৫ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি

অনলাইনে রান্না শিখিয়ে ৮ মাসে আয় ১০ লাখ টাকা

সাইবারবার্তা ডেস্ক: করোনা মহামারির পরিস্থিতিতে থমকে গেছে পুরো বিশ্ব। বন্ধ হয়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান। এই সময়টাকে কাজে লাগিয়ে বাহারি রকমের চকলেট, আইসক্রিম ও কেক তৈরি করা শিখেছেন এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

 

নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে ও নিজের অর্জিত জ্ঞান বিকশিত করার জন্য চালু করেছে অনলাইন ভিত্তিক কোর্স। এই প্রচেষ্টায় তিনি নিজেকে গড়ে তুলেছে একজন সফল উদ্যোক্তা হিসেবে। গত বছরের অক্টোবর থেকে আট মাসে আয় করেছেন প্রায় ১০ লাখ টাকা। বলছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান বন্যার কথা।

 

প্রশিক্ষণার্থীদের চকলেট, মিষ্টি, কেক, আইসক্রিম, চাইনিজসহ বিভিন্ন রকম রিবিয়ানি, ড্রিংক্স, কুকিজ বানানো শিখাচ্ছেন বন্যা। এসব শিখতে তার সর্বমোট শিক্ষার্থী এখন প্রায় ১৫০০ জন।

 

নিজের উপার্জিত টাকা থেকে কিডনি রোগে আক্রান্ত তার বন্ধু অন্তর সাহার চিকিৎসার জন্য ৪৩ হাজার ৫০০ টাকা ও গাছ থেকে পড়ে হাসপাতালে ভর্তি থাকা আরেক বন্ধু সাব্বির আহমেদের চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা দিয়ে পাশে থেকেছেন বন্যা। এছাড়াও নিজ এলাকায় বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা চাইতে আসা অনেকের দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।

 

বন্যা বলেন, লকডাউনে ঘরবন্দি থেকে অনলাইনে রান্নাবান্নার বিভিন্ন বিষয়ে শিখি। তারপর গত বছরের অক্টোবরের দিকে অনলাইনে এসব বানানো শেখাতে ক্লাস নেয়ার ঘোষণা দেই। কিন্তু আমার পরিবারের কেউ সম্মতি দেয়নি। তাদের ধারণা ছিল আমি অনলাইনে এটা পারবো না বরং কোনো আইনি ঝামেলায় পড়তে পারি। তবুও আমার ইচ্ছা ছিল প্রবল।

 

তিনি বলেন, পরবর্তীতে আমার ক্লাস করার জন্যে যারা টাকা দিয়েছিল সেখান থেকেই আমি উপরকরণসামগ্রী কিনে ফেললাম। অর্থাৎ সোজা কথায় বললে, ১ টাকাও ইনভেস্ট না করে বিজনেসের লাভ থেকে মূলধন বের করেছি। তারপর আমি “Treats For You” নামে একটা পেইজ খুলি এবং এখান থেকে ক্লাস পোস্ট দেয়াসহ ক্লাসগুলো করানো হয়।

 

‘গত বছর অক্টোবর থেকে এখন পর্যন্ত আমার আয় ১০ লাখ টাকার কিছু বেশি। আলহামদুলিল্লাহ, আমি সত্যিই মহান আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞ। তিনি আমার ব্যবসায় বরকত দান করেছেন।’, বলেন বন্যা।সৌজন্যে:ঢাকা টাইমস

 

(সাইবারবার্তা.কম/আইআই/২২ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ