বুধবার, মার্চ ২৬ ২০২৫ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল | ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ৩টি ফিচার

সাইবারবার্তা ডেস্ক: হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও সহজ ও সময়োপযোগী করে তুলতে নিয়মিত নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার আরও তিনটি ফিচার আনছে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। সম্প্রতি এ তথ্য জানিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এবং হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী উইল ক্যাথকার্ট।

 

হোয়াটসঅ্যাপের ফিচার পর্যবেক্ষণকারী সাইট ওয়াবেটাইনফোর বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপে নতুন তিনটি ফিচার আসছে বলে জানিয়েছেন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহীরা। এই ফিচারগুলো হলো- ‘মাল্টি ডিভাইস সাপোর্ট’, ‘ডিসঅ্যাপিয়ারিং মোড’ এবং ‘হোয়াটসঅ্যাপ অ্যাপ ফর আইপ্যাড অ্যান্ড পাবলিক বেটা ফর আইওএস ইউজারস’।

মাল্টি ডিভাইস হোয়াটসঅ্যাপের বহুল প্রত্যাশিত একটি ফিচার। এর আগে ওয়াবেটাইনফো এটি সম্পর্কে প্রাথমিক তথ্য দিয়েছিল। এবার মাল্টি ডিভাইস ফিচারের বিষয়টি নিশ্চিত করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। নতুন এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চারটি ডিভাইসে ব্যবহার করা যাবে।

 

ডিসঅ্যাপিয়ারিং মোড ফিচার নিয়েও কম আলোচনা হয়নি। এর মাধ্যমে ব্যবহারকারীরা এমনভাবে মেসেজ পাঠাতে পারবেন যেন প্রাপক একবার দেখার পরই সেটি স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যায়। দ্রুতই হোয়াটসঅ্যাপ বেটা ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু হবে।

 

আইপ্যাডে হোয়াটসঅ্যাপ কার্যকর হবে বলে জানিয়েছেন হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী উইল ক্যাথকার্ট। পাশাপাশি হোয়াটসঅ্যাপের পাবলিক বেটা ভার্সনও আইওএস ব্যবহারকারীদের জন্য চালু হবে। গত ২ বছর নতুন ব্যবহারকারীরা আইওএসে হোয়াটসঅ্যাপের পাবলিক বেটা ব্যবহার করতে পারেননি। অবশেষে এটি নিয়ে নতুন করে ভাবছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৬ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ