আপনার হারিয়ে যাওয়া আই ফোনের হদিস জানতে আপনাকে আগে থেকে যেসব বিষয়ে নজর রাখতে হবে সেগুলো হলো –
- আপনার আই ফোনটি আপডেট রাখুন। iOS 13 বা পরবর্তি ভার্শন ব্যবহার করুন।
- Apple Watch আপডেট রাখুন।
- লোকেশন সার্ভিস এবং Find My Device অপশন চালু রাখুন।
কিভাবে খুঁজে বের করবেন
আপনার ডিভাইসটি হারিয়ে যাওয়ার আগে আপনি যদি Find My Device অপশন চালু রাখেন তাহলে এই অপশনটি ব্যবহার করেই আপনি আপনার আই ফোন খুঁজে বের করতে পারবেন। এছাড়াও আপনার ফোনের Offline Findings অন্য রাখার সুবাদে আপনার আই ফোনটি কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড না থাকলে তা খুঁজে বের করতে পারবেন।
- আপনার আই ফোন টি ম্যাপে খুঁজে বের করার জন্য
- Find My App ওপেন করুন।
- Device ট্যাব বাছাই করুন।
- ম্যাপে লোকেশন দেখার জন্য Device টি সিলেক্ট করুন।
আপনার ফোনে রিং বাজানোর জন্য
- Find My App ওপেন করুন।
- Device ট্যাব বাছাই করুন।
- আপনার হারিয়ে যাওয়া Device টি সিলেক্ট করুন এবং Play Sound অপশনটি বেছে নিন। এক্ষেত্রে আপনার ফোনটি অফলাইনে থাকলে কোন রিং হবে না। তবে কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকলে রিং হবে।
ম্যাপে আপনার ফোনের ডিরেকশন পেতে
- Find My App ওপেন করুন।
- Device ট্যাব বাছাই করুন।
- আপনার হারিয়ে যাওয়া Device টি সিলেক্ট করুন এবং ম্যাপে আপনার ফোনের অবস্থান দেখতে Directions সিলেক্ট করুন।
ছবি: সংগৃহীত