সাইবারবার্তা ডেস্ক: গুগল প্লে স্টোর থেকে একশ’ কোটিবারের বেশি ডাউনলোড হয়েছে স্যামসাং নোটস। এর মাধ্যমে ব্যবহারকারীরা নতুন নোট তৈরি করতে, দেখতে, সম্পাদনা করতে এবং অন্য গ্যালাক্সি ডিভাইসের সঙ্গে সিংক করতে পারেন। অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদনে উঠে এসেছে, অন্যান্য অনেক স্যামসাং অ্যাপের পাশাপাশি শুধু স্যামসাং ডিভাইসের সঙ্গে কমপ্যাটিবল স্যামসাং নোটস। এর গোটা অভিজ্ঞতা ফোনে ডিজিটাল সংস্করণের নোটবুক থাকার মতো। ব্যবহারকারীরা কোনো ধারণা ডিজিটাল বা হাতে লেখা হিসেবে সেভ করে রাখতে পারেন।
আগের অনেক স্যামসাং স্মার্টফোনে অ্যাপটি প্রি-ইনস্টলড হিসেবে আসেনি। না-হলে আরও আগেই হয়তো একশ’ কোটির মাইলফলক পার করতো এটি। স্যামসাং নোটসের মাধ্যমে ব্যবহারকারীরা টেক্সট, ফুটনোটসহ ছবি, ভয়েস রেকর্ডিং এবং মিউজিক ইত্যাদি রয়েছে এমন নোট তৈরির সুযোগ পেয়ে থাকেন। গ্যালাক্সি এস নোটে আগে তৈরি মেমো স্যামসাং নোটে ইমপোর্ট করে নেওয়া যাবে। এটি বিভিন্ন ধরনের ব্রাশ এবং রংয়ের মিশ্রণ দিয়ে থাকে, ফলে ইচ্ছানুযায়ী ছবি আঁকাও সম্ভব হয়।
(সাইবারবার্তা.কম/আইআই/২৫ মে ২০২১)