শনিবার, জানুয়ারি ১৮ ২০২৫ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

সেপ্টেম্বর থেকে অফিসে ফিরতে হবে অ্যাপল কর্মীদের

সাইবারবার্তা ডেস্ক: আর মাত্র কয়েকমাস পরেই বাড়িতে বসে কাজ করার সুযোগ হারাতে যাচ্ছেন অ্যাপল কর্মীরা। সপ্তাহে কমপক্ষে তিনদিন তাদেরকে অফিসে উপস্থিত হয়ে কাজ করতে হবে। প্রযুক্তি জায়ান্টটির প্রধান নির্বাহী কর্মকর্তা এক ইমেইলে কর্মীদের সেপ্টেম্বর থেকে অফিসে ফেরার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে দ্য ভার্জ ও ব্লুমবার্গ।

 

খবরে বলা হয়, অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক প্রত্যাশা করছেন সপ্তাহে কমপক্ষে সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার কর্মীরা অফিসে আসুক। আর বুধবার ও শুক্রবার বাসার বসে কাজ করার সুযোগ থাকছে।

 

এছাড়া ইমেইলে আরও বলা হয়, যেসব টিমের সরাসরি একত্রে বসে কাজ করার প্রয়োজন তাদেরকে সপ্তাহে চার থেকে পাঁচদিন অফিসে আসতে হবে। তবে এটাতে অবাক হওয়ার কিছু নেই। করোনা মহামারির সবচেয়ে খারাপ সময়েও কিছু কর্মী নির্ধারিত কিছু দিন কোম্পানির অফিসে উপস্থিত থেকে কাজ করেছেন।

 

টিম কুক লিখেছেন, ভিডিও কনফারেন্স আমাদের মধ্যে দূরত্বের ব্যবধান কমিয়েছে, তবে কিছু বিষয় থাকে যা এভাবে সম্ভব হয় না। এর আগে গত জুনে কর্মীদের অফিসে ফেরার ঘোষণা থাকলেও পরবর্তীতে বাড়িতে বসে কাজ করার সময়সীমা বৃদ্ধি করা হয়। নতুন সিদ্ধান্তকে পাইলট বা পরীক্ষামূলক হিসেবে বিবেচনা করেছেন কুক, ফলে ২০২২ সালে বিষয়টি পুনরায় বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে ধারনা করা হচ্ছে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৫ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ