সাইবারবার্তা ডেস্ক: নিনটেনডোর পরবর্তী প্রজন্মের সুইচ চলে আসতে পারে সেপ্টেম্বর-অক্টোবরের ছুটির মৌসুমে। জুনের ১২ তারিখে অনুষ্ঠিতব্য ই৩ সম্মেলনকে সামনে রেখে কনসোল উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি। এর উৎপাদন শুরু হতে পারে জুলাইয়ে। সম্প্রতি মার্কিন বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে এসেছে তথ্যটি। নিনটেনডো সুইচের আপ্রগ্রেডেড সংস্করণ আসার খবর অবশ্য পুরোনো, ২০১৮ সালের। ওই সময়ই খবর এসেছিল, ওএলইডি মডেল আনার জন্য এলসিডি পর্দা বাদ দিচ্ছে নিনটেনডো।
সাম্প্রতিক খবর বলছে, ডিভাইসটির নাম হতে পারে ‘সুইচ প্রো’। এতে দেখা মিলবে সাত ইঞ্চি আকারের ৭২০ পিক্সেল ক্ষমতাসম্পন্ন পর্দার। এ ছাড়াও ডিভাইসটিতে থাকা ডিএলএসএস-সহ এনভিডিয়া টেগ্রা গ্রাফিক্স টিভিতে ৪কে-তে আউটপুট দিতে দেবে একে। বাজারে আসার পর থেকে খুব একটা পরিবর্তন আসেনি সুইচে। ২০১৯ সালে অনেকটা নিরবেই বাড়তি ব্যাটারি লাইফ দেওয়া হয়েছিল ডিভাইসটিতে। একই বছর সুইচ লাইটও নিয়ে এসেছিল নিনটেনডো। মেমোরি এবং প্রসেসরের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে সঙ্কট দেখা দেওয়ার কারণে বর্তমান সুইচ মডেলটি পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। তবে, পরবর্তী প্রজন্মের সুইচে এ ধরনের যন্ত্রাংশ সরবরাহের ব্যাপারে নিনটেনডো সরবরাহকারীরা “আত্মবিশ্বাসী”।
(সাইবারবার্তা.কম/আইআই/২৯ মে ২০২১)