বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬ ২০২৫ | ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৬ই শাবান, ১৪৪৬ হিজরি

সাড়ে সাত লাখ স্যামসাং মোবাইল কিনছে ওয়ালমার্ট

সাইবারবার্তা ডেস্ক: স্যামসাংয়ের জন্য একটি সফল মডেল হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে গ্যালাক্সি এক্সকাভার প্রো স্মার্টফোন। বিশ্বের সর্ববৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট তাদের কর্মীদের জন্য সাত লাখ ৪০ হাজার ইউনিট গ্যালাক্সি এক্সকাভার প্রো ফোনটি কেনার জন্য স্যামসাংয়ের সাথে চুক্তি করেছে। যুক্তরাষ্ট্রে স্যামসাংয়ের জন্য সর্ববৃহৎ মোবাইল এন্টারপ্রাইজ চুক্তি। খবর জিএসএম এরিনা।

 

ওয়ালমার্ট গ্লোবাল টেকের অভ্যন্তরীণ সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম একটি অ্যাপ তৈরি করছে, যার মাধ্যমে কর্মীদের দৈনন্দিন কাজকে সহজ করা ও গ্রাহক সুবিধা দিতে সহায়তা করবে। থাকছে মোবাইল ক্লক-ইন এবং চেকিং শিডিউল। যথাযথ হার্ডওয়্যারের জন্য ওয়ালমার্ট স্যামসাংকে বিষয়ে অবহিত করলে উক্ত কাজের জন্য এক্সকাভার প্রো নির্বাচিত হয়।

 

ফোনটির মাধ্যমে ওয়ালমার্ট কর্মীদের আর দুইটি ডিভাইস বহন করতে হবে না। বর্তমানে তাদেরকে দায়িত্ব পালনের সময় একটি ওয়াকি-টকি এবং একটি বারকোড স্ক্যানার বহন করতে হয়। ফোনে প্রোগ্রামেবল কী ব্যবহার করে ওয়াকি-টকির কাজটি সম্পাদনের ফিচার আনা হয়েছে।

 

আর বারকোড স্ক্যানের জন্য স্যামসাং তাদের ক্যামেরাভিত্তিক বারকোড স্ক্যানিং প্রযুক্তিকে অপটিমাইজড করছে। আর এই ফিচারটি ইনভেন্টরি ব্যবস্থাপনাকে সহজ করবে। শুধু অফিসে ব্যবহার নয়, ব্যক্তিগত ফোন হিসেবেও গ্যালাক্সি এক্সকাভার প্রোকে ব্যবহার করতে পারবেন কর্মীরা। এজন্য আলাদা ওয়ার্ক ও পার্সোনাল প্রোফাইল তৈরির সুযোগ থাকবে ফোনে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৬ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ