সোমবার, ফেব্রুয়ারি ১০ ২০২৫ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ১০ই শাবান, ১৪৪৬ হিজরি

সাইবার নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সফোসের

:: সাইবারবার্তা ডেস্ক :: 

সাইবার নিরাপত্তায় কিছুদিন আগে ম্যানেজড ডিটেকশন অ্যান্ড রেসপন্স (এমডিআর) পরিষেবার মানোন্নয়ন করেছে সফোস। এই পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ঘরানার নতুন ফিচার যুক্ত করেছে। এটি সাইবার হুমকি শনাক্তকরণ, প্রতিরোধ ও অনুসন্ধানের কার্যক্রমকে সময়োপযোগী করেছে। নতুন ফিচারের মধ্যে প্রুফ অব ভ্যালু ড্যাশবোর্ড, যা সাইবার থ্রেট শনাক্তকরণের কাজ উপস্থাপন করেছে, মাইক্রোসফট গ্রাহকের জন্য অফিস ৩৬৫, তৃতীয় পক্ষের সঙ্গে ইন্টিগ্রেশনে টেনাবেল দ্বারা সার্টিফাইড ম্যানেজড রিস্ক পরিষেবা ও এআই প্রযুক্তির ওয়ার্কফ্লো, যা সব সাইবার হামলা বিশ্লেষণে সক্ষমতা ও অটোমেশন বৃদ্ধি করে।

সারাবিশ্বে সফোসের এমডিআর পরিষেবাটির মাধ্যমে বর্তমানে ২৬ হাজারের বেশি প্রতিষ্ঠান সেবা নিয়েছে। ২০২৪ সালে গ্রাহক সংখ্যা ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নির্মাতারা জানান, পরিষেবাটি বিশেষ পরিসরে সুরক্ষা দিতে সক্ষম। সাধারণ সাইবার হামলা নিয়ন্ত্রণ করা ছাড়াও সম্পূর্ণভাবে সাইবার হামলার সবকটি ঘটনার প্রভাব বা ইনসিডেন্ট রেসপন্স নিয়ে কাজ করে, যেমন– সাইবার হামলার মূল কারণ বিশ্লেষণ, হামলাকারীদের দ্বারা ব্যবহৃত ক্ষতিকারক টুলস অপসারণ ও পুনরায় সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ করে গ্রাহকের সুরক্ষা নিশ্চিতকরণ। বিশেষ বৈশিষ্ট্য হলো এটি ইনসিডেন্ট রেসপন্সের মাধ্যমে সর্বোচ্চ সুবিধা দিয়ে থাকে, যেখানে গ্রাহককে অতিরিক্ত সেবা ব্যয় দিতে হয় না বলে জানানো হয়।

(সাইবারবার্তা.কম/০৩ফেব্রুয়ারি২০২৫/১৪৩৮) 

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ