রবিবার, জানুয়ারি ৫ ২০২৫ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৪ঠা রজব, ১৪৪৬ হিজরি

সাইবার ক্রাইমের অভিযোগে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: সাইবার ক্রাইমে জড়িত কিশোর গ্যাংয়ের সন্ধান পেয়েছে খুলনা জেলার পাইকগাছা থানা পুলিশ। ওই কিশোর গ্যাংয়ের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তাররা হলেন- মুজাহিদুল ইসলাম আকাশ (২১), মনিরুল ইসলাম (২৫), হাসিবুর রহমান শুভ (১৫) ও মো. কিবরিয়া সরদার (১৭)। আজ বুধবার (১৪ জুলাই) তাদেরকে  আদালতে পাঠানো হয়েছে।

 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) এজাজ শফী বলেন, এক গৃহবধূর নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুই বছর আগে ওই গৃহবধূর সঙ্গে অভিযুক্ত মুজাহিদুল ইসলাম আকাশের প্রেমের সম্পর্ক ছিল। তখন তিনি অবিবাহিতা ছিলেন। বিভিন্ন সময় তাঁরা ভিডিও কলে কথা বলতেন। এমনই একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আকাশ ধারণ করে রাখেন।

 

সম্প্রতি তিনি ফেসবুকের একটি মেসেঞ্জার গ্রুপে  ভিডিওটি ছড়িয়ে দেন। গত ১০ জুলাই রাতে ফেসবুকে নগ্ন ভিডিও প্রকাশের বিষয়টি গৃহবধূ তাঁর এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন। পরে গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে তিনি পাইকগাছা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলা দায়েরের পর তথ্য-প্রযুক্তির সহায়তায় মূল অভিযুক্তসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

 

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক এসআই মোল্যা শাহাদত বলেন, মূল আসামি আকাশ একটি ঘড়ির দোকানের কর্মচারী। ফেসবুকে একটি পর্ন মেসেঞ্জার গ্রুপে তিনি ভিডিওটি আপলোড করেন। অন্য আসামিরা বিভিন্নজনকে তা শেয়ার করেন। এ মামলায় অভিযুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ  ঘটনায় জড়িতরা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য বলেও জানান তিনি।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১৪ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ