মঙ্গলবার, জানুয়ারি ২১ ২০২৫ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শাবনুরের ফেসবুক পেইজটি ভুয়া,যা পোস্ট করা হচ্ছে সব মিথ্যা

নিজস্ব প্রতিবেদক,সাইবারবার্তা: শাবনূরের ছবিটি ভূয়া, এটি এডিট করে ছাড়া হয়েছে। আর ছবির সঙ্গে অসত্য কথা জুড়ে দেওয়া হয়েছে।- অস্ট্রেলিয়া বিষয়টি  জানালেন নায়িকার ছোটবোন কাজী জেসিকা জেরিন ঝুমুর। ফেসবুকে মঙ্গলবার সকালে শাবনূরের একটি অ্যাসিড আক্রান্ত মুখায়বের ছবি পোস্ট করা হয়। ওই পোস্টে জানানো হয় ‘অপরাজিতা’ চরিত্র হয়ে পর্দায় আসছেন শাবনূর। ভুয়া ফেসবুক পেইজের এহেন কাণ্ড নিয়ে বিস্ময় প্রকাশ করেছে চিত্রনায়িকা শাবনূরের পরিবার।

 

মঙ্গলবার দুপুরে ঝুমুর  বলেন, আমার বোন ফেসবুকে সক্রিয় নয়। ফেসবুকে একটি অ্যাকাউন্ট ছিল সেটা একদম নিস্ক্রিয়। আর আজ (মঙ্গলবার) যে ছবিটি পোস্ট করা হয়েছে সেটা এবং ফেসবুক পেইজ দুটোই ভুয়া। কোনো ভক্ত যদি এটা করে থাকেন তাহলে বলবো এটা একজন শিল্পীকে অসম্মান করা। আমার বোন (শাবনূর) দেশের চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। কিন্তু এমন একটি ছবিতে কাজ করছেন এটা সত্য। ফেসবুকের এই কাজ দেখে ওর সঙ্গে (শাবনূর) কথা বললাম সে বিরক্ত।

 

ফেসবুক পেইজটি নিয়ে ঝুমুর বলেন, পেইজটি খুব সক্রিয়ভাবে চালানো হচ্ছে। যিনি চালাচ্ছেন তার নিশ্চই কোনো উদ্দেশ্য আছে। কেননা খুব শ্রম দিচ্ছেন তিনি এই পেইজে। আর আমার ধারণা শাবনূরের খুব কাছের কেউ এই পেজটির সঙ্গে যুক্ত। খুব গোপন কিছু ছবিও পেইজটিতে দেওয়া হচ্ছে। আর ইনস্টাগ্রামে আমার বোন কোনো ছবি পোস্ট করা মাত্রই এই পেজটিতে দিয়ে দিচ্ছেন।

 

শাবনূর নামের পেইজটি ঘেঁটে দেখা গেছে এই পেইজের তত্ত্ব, তথ্য ও উপাত্তের অন্যতম সূত্র শাবনূরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এছাড়াও ইউটিউব থেকে বিভিন্ন সময়ের ভিডিও নিয়ে পেইজটিতে ব্যবহার করা হয়। ভক্ত হিসেবে পেইজটিকে অনুসরণ করছেন সাড়ে ৩ লাখ মানুষ, যাদের সঙ্গে পেইজ অ্যাডমিন কথপকথন করছেন শাবনূর হয়ে।

 

কাজী জেসিকা জেরিন ঝুমুর সকলকে সতর্ক করে বলেন, এর নেপথ্যে যিনি রয়েছেন তার উদ্দেশ্য কী জানি না, তবে সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। অন্তত কোনো গণমাধ্যম সংবাদ প্রকাশের জন্য যেন ওই ফেসবুক পেইজের সূত্র না গ্রহণ করেন।

 

উল্লেখ্য, শাবনূরের নামে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেইজ ফেসবুকে রয়েছে। সর্বশেষ কাজী শাবনূর নূপুর নামে একটি অ্যাকাউন্ট থেকে সেলিব্রেটিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল। কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর ওই অ্যাকাউন্ট নাজিফা জামান নাম ধারণ করে বর্তমানে ফেসবুকে বিচরণ করছে। আর শাবনূর নাম ব্যবহার করে ইতোমধ্যেই সেটি প্রায় এক লাখ অনুসারী যোগাড় করে নিয়েছে।

 

ব্যক্তিগত বিষয় ও ক্যারিয়ার নিয়ে শাবনূর এই মুহূর্তে কিছু না বললেও ঝুমুর বলেন, ‘আপু ফিল্মেই ফিরবে। পরিস্থিতি এখনো স্বাভাবিক নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে আপু দেশে যাবে। ফিল্মে কাজ করবে- এমন পরিকল্পনা তো রয়েছেই। সে জন্য এখানে (অস্ট্রেলিয়ায়) প্রস্তুতিও নিচ্ছে। শাবনূরের ভক্তরা যে শাবনূরকে আবার চলচ্চিত্রে ফিরে পেতে চায় এটা আমরা সবাই জানি। ভক্তদের সে ইচ্ছা পূরণ হবে।’

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৯ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ