মঙ্গলবার, জানুয়ারি ১৪ ২০২৫ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

‘শান্তি প্রতিষ্ঠায় সব ধর্মের আধ্যাত্মিক সাধকরা মানুষের মধ্যে বন্ধন গড়ে তুলতে ভূমিকা রাখবে’

:: নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা.কম :: 

শান্তি প্রতিষ্ঠায় সব মানুষের প্রতি সৌন্দর্য, সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। সব ধর্মের আধ্যাত্মিক সাধক ও সুফিরা মানবজাতির মধ্যে হিংসা-বিদ্বেষ পরিহার করে সবার মধ্যে আত্মার মিলন ও আধ্যাত্মিক বন্ধন গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারি’২৫) ‘পূণ্যার্থীদের যাত্রা: সীমানা পেরিয়ে আধ্যাত্মিক অনুসন্ধান’ শীর্ষক এক  সেমিনারে এসব বলেন বক্তারা।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন অডিটোরিয়ামে ইনস্টিটিউট অব কম্পারেটিভ লিটারেচার অ্যান্ড কালচার আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের রিলিজিয়ন্স অ্যাণ্ড ডেনোমিনেশনস ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাইয়্যেদ মাহদী আলী জাদে মুসাভী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. রেজাউল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুর সবুর খান। স্বাগত বক্তব্য দেন  ইনস্টিটিউটের প্রভাষক ও আয়োজক কমিটির সদস্য সচিব নাহিদুল হাসান নাঈম।

অনুষ্ঠানে বক্তারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব মানবের মধ্যে সৌন্দর্য, সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিশ্বের সব ধর্মের আধ্যাত্মিক সাধক ও সুফিরা মানবজাতির মধ্যে হিংসা বিদ্বেষ পরিহার করে সকলের মধ্যে আত্মার মিলন ও আধ্যাত্মিক বন্ধন গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

(সাইবারবার্তা.কম/১০জানুয়ারি’২৫/১৫৩৮)

 

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ