শনিবার, মার্চ ১৫ ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল | ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

র‍্যানসমওয়্যারের স্বর্গরাজ্য রাশিয়া মন্তব্য এফবিআই প্রধানের

সাইবারবার্তা ডেস্ক: দফায় দফায় সাইবার হামালার ঘটনায় প্রায় একশ’ ধরনের র‌্যানসমওয়্যার নিয়ে তদন্ত করছে মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। তদন্ত অনুযায়ী, এদের অনেকগুলোর নির্মাতাই রাশিয়ান। আর সেই বিবেচনা থেকেই রাশিয়াকে র‌্যানসমওয়্যারের স্বর্গরাজ্য বলে মন্তব্য করেছেন এফবিআই প্রধান ক্রিস্টোফার রে।

 

তবে এফবিআই প্রধানের এমন মন্তব্য “আবেগনির্ভর” বলে পাল্টা মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এর আগে সাইবার আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় মাংস প্যাকিজেং প্রতিষ্ঠান ‘জেবিএস এসএ’-এর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় অভিযোগের তীর ছোঁড়া হয় রাশিয়াভিত্তিক হ্যাকার দলের দিকে। হোয়াইট হাউস থেকে এ বিষয়ে যোগাযোগ করা হয় রাশিয়ার সঙ্গে।

 

এরপরই এক সাক্ষাৎকারে তদন্তাধীন শত ধরনের র‌্যানসমওয়্যারের মধ্যে অনেকগুলোরই গোড়া রাশিয়ায় বলে জানান এফবিআই প্রধান ক্রিস্টোফার রে। শুক্রবার মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত ওই সাক্ষাৎকারে রে নির্দিষ্ট করে রাশিয়া সম্পর্কে তিনি বলেন, দেশটি অনেকগুলো পরিচিত র‌্যানসমওয়্যারেরই উৎপত্তিস্থল। এই ক্ষতিকর শত সফটওয়্যারের ধরনগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক র‌্যানসমওয়্যার হামলার জন্য দায়ী।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৫ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ