বৃহস্পতিবার, আগস্ট ২৮ ২০২৫ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাঙ্গামাটিতে ইউপিডিএফের দুটি ক্যাম্পের সন্ধান সেনাবাহিনীর

:: সাইবারবার্তা ডেস্ক :: রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে তল্লাশি অভিযান চালানোর সময় পাগলিছড়ি ও যমচুক এলাকায় পাহাড়ের চূড়ায় ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের দুইটি প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পেয়েছে সেনাবাহিনী। শুক্রবার (৩ জানুয়ারি’২৫) সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক বিশেষ অভিযানে এই ক্যাম্পের সন্ধান পাওয়া যায়।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর বিশেষ অভিযানের কারণে ইউপিডিএফ সন্ত্রাসীরা এই ক্যাম্প দুটি পরিত্যক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পাগলিছড়ি এলাকায় পাহাড়ের চূড়ায় তল্লাশি অভিযানে ইউপিডিএফের একটি সম্ভাব্য প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান মিলে, যা একটি বড় জায়গা জুড়ে অবস্থিত। উক্ত ক্যাম্পে চলাচলের রাস্তাসহ পর্যবেক্ষণ চৌকি, প্রশিক্ষণ মাঠ এবং বাসস্থান রয়েছে।

 

এছাড়া আরেকটি অভিযানে যমচুক এলাকায় আরেকটি ক্যাম্পের সন্ধান পাওয়া যায়। এই ক্যাম্পটিতে অবস্থানরত সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন প্রতিরোধ করার জন্য খননকৃত বাঙ্কারসহ উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী বসবাসের ব্যবস্থা রয়েছে।

 

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সেনাবাহিনীর এ ধরনের অপারেশন চলমান থাকবে।

 

(সাইবারবার্তা.কম/০৪জানুয়ারি’২৫/০৮৫১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন