শনিবার, অক্টোবর ১২ ২০২৪ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ - শরৎকাল | ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

মোবাইল কিনে না দেয়ায় অভিমানে মাদরাসাছাত্রের আত্মহত্যা

সাইবারবার্তা ডেস্ক: পটুয়াখালীর মির্জাগঞ্জে গেম খেলার জন্য মোবাইল ফোন কিনে না দেয়ার অভিমান করে মাদরাসাছাত্র মো: সাজ্জাদ হাওলাদার(১৭) আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।তিনি উপজেলার কলাগাছিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণীর ছাত্র।

 

শনিবার উপজেলায় আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মহিষকাটা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মোবাইল নষ্ট হওয়ায় দীর্ঘ দিন হতাশায় ভুগছিল। সকালে নাস্তা করার পর ছাদে উঠতে চাইলে নিহতের মা বাসার ছাদের তালা খুলে নিচে আসে। কিছুক্ষণ পরে বাসার সামনে থাকা বাচ্চারা চিৎকার করে বলে সাজ্জাদ ভাই পরে গেছে। শুনে তার মা এসে রক্তাক্ত অবস্থায় সাজ্জাদকে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়।

 

ঘটনার সত্যতা স্বীকার করে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহিববুল্লাহ বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১৩ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ