নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশের আরও একধাপ অবনতি হয়েছে। স্পিডটেস্ট-এর জুন মাসের সূচক অনুযায়ী ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৫তম। যা মে মাস শেষে ছিল ১৩৪।
স্পিডটেস্ট এর তথ্য অনুযায়ী দেশের মোবাইল ব্যবহারকারীরা গড়ে ১২ দশমিক ৪৮ এমবিপিএস গতিতে ডাউনলোড এবং ৭ দশমিক ৯৮ এমবিপিএস গতিতে আপলোড করতে পারে। যেখানে মে মাসে ডাউনলোড গতি ছিল ১২ দশমিক ৫৩ এমবিপিএস।
এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট গতির দিক থেকেও বাংলাদেশের অবস্থান পিছিয়েছে। মে মাসে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির দিক থেকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৬ যা জুন মাসে এসে হয়েছে ৯৮।জুন মাস শেষে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীরা গড়ে ৩৮ দশমিক ২৭ এমবিপিএস গতিতে ডাউনলোড এবং ৩৭ দশমিক ২২ এমবিপিএস গতিতে আপলোড করতে পারে।
(সাইবারবার্তা.কম/আইআই/১৯ জুলাই ২০২১)