রবিবার, জানুয়ারি ৫ ২০২৫ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৪ঠা রজব, ১৪৪৬ হিজরি

মামলাজট কমিয়েছে ভার্চুয়াল কোর্ট

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: করোনাভাইরাস মহামারীর মধ্যেও গত অর্থবছরে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা প্রায় ১৮ শতাংশ বাড়লেও ভার্চুয়াল কোর্টের মাধ্যমে নিষ্পত্তি বাড়ায় এক বছরে মামলাজট ‘উল্লেখযোগ্য পরিমাণে’ কমেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সামনে অপরাধ প্রবণাতার কথা তুলে ধরে এ তথ্য জানান তিনি।

 

খন্দকার আনোয়ারুল করিম বলেন, করোনাভাইরাস মহামারীর এই সময়ে বিশ্বে সহিংসতার শিকার হয়ে আগের তুলনায় পাঁচগুণ বেশি নারী হেল্পলাইনে ফোন করেছেন বলে ইউএন উইমেনের এক পরিসংখ্যানে উঠে এসেছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০১৯-২০ অর্থবছরে মোট মামলা ছিল ৬ লাখ ৬১ হাজার। যা গত জুন মাসের শেষে কমে দাঁড়িয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৩৬২টিতে। এই হিসাবে প্রায় ৯১ হাজারের মতো কমেছে।

 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভার্চুয়াল কোর্টের মাধ্যমে নিষ্পত্তি বাড়ায় এক বছরে মামলার সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।

“গত বছর ডিজিটাল কোর্ট হওয়ার ফলে আইনজীবী যারা আছেন, তারা বাসা থেকে বা এক শহর থেকে অন্য শহরে থাকলেও উনারা অনলাইনে মামলাগুলো পরিচালনা করতে পারছেন, তাই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা গেছে।”

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৩ নভেম্বর  ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ