রবিবার, জানুয়ারি ২৬ ২০২৫ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

ভুল তথ্য ছড়ানো ঠেকাতে লেবেল ব্যবহারের পরিকল্পনা টুইটারের

সাইবারবার্তা ডেস্ক: নতুন তিন লেবেল নিয়ে কাজ করছে টুইটার। সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়ানোজনিত সমস্যা ঠেকাতে সেগুলো ব্যবহারের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। কোনো টুইটে সমস্যা থাকলে বা কোনো ত্রুটি রয়েছে মনে করলেই সেটির পাশে নতুন ওই লেবেলগুলো জুড়ে দেবে তারা।

 

নতুন ওই লেবেল তিনটি হচ্ছে, ‘গেট দ্য লেটেস্ট’, ‘স্টে ইনফর্মড’, এবং ‘মিসলিডিং’। এক টুইট বার্তায় এ বিষয়ে এক স্ক্রিনশট প্রকাশ করেছেন রিভার্স ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ জেন ম্যানচান ওঙ। ওই স্ক্রিনশটে টুইটারকে নতুন লেবেলগুলো নিয়ে কাজ করতে দেখা গেছে। খবর এনডিটিভির নতুন সতর্কতা লেবেলগুলো এখনও কাজ চলছে। ফলে কবে নাগাদ এগুলোর ব্যবহার শুরু হতে পারে তা জানা যায়নি।

 

এদিকে, কোন টুইটে কোন লেবেলটি জুড়তে হবে তা বোঝার জন্য টুইটারের বড় মাপের ডেটাসেট প্রয়োজন। কারণ কোন টুইটে ঠিক কী সমস্যা রয়েছে তার অ্যালগরিদম না বুঝলে প্রয়োজন মতো লেবেল বসাতে পারবে না।

নতুন তিন লেবেলের কাজ হবে তিন রকমের। যেমন, ‘গেট দ্য লেটেস্ট’ লেবেলটি কোনো বিষয়ের ব্যাপারে সর্বশেষ তথ্য জানতে সাহায্য করবে। অন্যদিকে, ‘স্টে ইনফর্মড’ লেবেলটির মাধ্যমে টুইটে যে ব্যাপারে আলোচনা হচ্ছে, সে বিষয়ে আরও বিস্তারিত জেনে নেওয়ার সুযোগ পাওয়া যাবে। আর ‘মিসলিডিং’ লেবেলটি টুইট পাঠককে জানিয়ে দেবে তথ্যগত ভুলের ব্যাপারে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ