শুক্রবার, জানুয়ারি ২৪ ২০২৫ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

ভিন্ন নাম্বারে চ্যাট স্থানান্তরের ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

সাইবারবার্তা ডেস্ক: অ্যান্ড্রয়েড থেকে আইওএসে চ্যাট স্থানান্তর নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ- এই খবর অনেকে জানেন। কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন খবর হলো, ভিন্ন নম্বরে চ্যাট স্থানান্তরের সুযোগ দেবে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে ফিচারটি নিয়ে কাজও শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপের ফিচার পর্যবেক্ষণকারী সাইট ওয়াবেটাইনফোর বরাত দিয়ে ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, ভিন্ন ফোন নম্বরে চ্যাট স্থানান্তরের সুযোগ পাবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। এ সম্পর্কিত একটি ফাংশনও নজরে এসেছে ওয়াবেটাইনফোর।

 

আশা করা হচ্ছে, পরবর্তী আপডেটে এই ফিচার সবার জন্য উন্মুক্ত করবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। নতুন ডিভাইস দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারের শুরুতে ভিন্ন নম্বরে চ্যাট স্থানান্তরের সুযোগ দেওয়া হবে। তখন এই সুযোগ গ্রহণ না করলে পরবর্তীতে আর কাজটি করতে পারবেন না ব্যবহারকারীরা। এ সম্পর্কে হোয়াটসঅ্যাপের নির্দেশনা থাকবে এমন- এই স্টেপ স্কিপ করলে পরবর্তীতে আর চ্যাট স্থানান্তর করতে পারবেন না। ভিন্ন নম্বরে চ্যাট স্থানান্তর করার সঙ্গে সঙ্গে ভিডিও এবং ছবিও স্থানান্তর করতে পারবেন ব্যবহারকারীরা। ঠিক কবে ফিচারটি চালু হবে সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ওয়াবেটাইনফো বলছে, অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হবে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৩ মে ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ