বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬ ২০২৫ | ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৬ই শাবান, ১৪৪৬ হিজরি

ভার্চুয়ালি সরকার চালাচ্ছেন প্রধানমন্ত্রী : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,সাইবারবার্তা: কোন জাতি তথ্য-প্রযুক্তিতে কতটা শিক্ষিত সেটির উপর নির্ভর করে থাকে সেই জাতির প্রবৃদ্ধি, অগ্রগতি এবং উন্নয়ন। রবিবার ‘পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার-২০২১’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার মধ্যে দেশ এগিয়ে চলছে। তথ্য-প্রযুক্তিকে এই মহামারীর মধ্যে কাজে লাগানোর কারণে সবকাজ এখন ভার্চ্যুয়ালি হয়। প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি একনেক সভা, মন্ত্রীসভার বৈঠকে অংশ নেন। এভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যন্ত্র সচল রেখেছেন।

 

সাংবাদিকতার ক্ষেত্রেও ডিজিটাল স্বাক্ষরতার প্রয়োজন রয়েছে জানিয়ে মন্ত্রী জানান, এখন প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক সংবাদ প্রকাশ করে থাকে। তাৎক্ষণিক সংবাদ প্রকাশের ক্ষেত্রে মূল ভূমিকা রাখে সাংবাদিকেরা। এক্ষেত্রে তাদের ডিজিটাল স্বাক্ষরতার প্রয়োজন রয়েছে।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন এবং এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান।

 

এটুআইয়ের প্রকল্প পরিচালক তার বক্তব্যে জানান, চতুর্থবারের মতো এবার পুরস্কার দেয়া হচ্ছে। ২০১৫ সাল থেকে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে কয়েক হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

 

অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। এবার সাতটি ক্যাটাগরিতে পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার দেওয়া হয়। পিআইবি গঠিত বিচারকমণ্ডলীর মূল্যায়নে পুরস্কারের জন্য বিজয়ী সাতজনের নাম চূড়ান্ত হয়। রোববার আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

 

এরা হলেন-জাতীয় বাংলা দৈনিক সংবাদপত্র ক্যাটাগরিতে সাদেকুর রহমান, জাতীয় ইংরেজি দৈনিক সংবাদপত্র ক্যাটাগরিতে জসীম উদ্দীন, টেলিভিশন ক্যাটাগরিতে আল মামুন, অনলাইন সংবাদপত্র ক্যাটাগরিতে সোলায়মান হাজারী ডালিম, আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরিতে শুয়াইবুল ইসলাম, বেতার ক্যাটাগরিতে মো. মোস্তাফিজুর রহমান, ও নারী সাংবাদিক ক্যাটাগরিতে আঞ্জুমান লায়লা।অনুষ্ঠানে অতিথিরা প্রত্যেক বিজয়ীর হাতে ৭৫ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৮ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ