সাইবারবার্তা ডেস্ক: ব্যবহারকারীদের ডেটা খরচ কমাতে নতুন ফিচার এনেছে ইউটিউব। ভিডিও স্ট্রিমিং অ্যাপটির মোবাইল সংস্করণের সেটিংস অপশনে ভিডিও প্লেয়ারের নির্দিষ্ট রেজ্যুলেশনের পাশাপাশি তিনটি আলাদা মোড সেট করা যাবে।
প্রযুক্তিবিদরা বলছেন, ইউটিউবের নতুন এই অপশন ব্যবহারকারীদের ডেটা বাঁচাতে কিছুটা সাহায্য করবে।
এর আগে ইউটিউবে ভিডিওর সেটিংস অপশনে ‘অটো’ মোড ছিল। এর মাধ্যমে চলমান ইন্টারনেট সংযোগের ওপর ভিত্তি করে কোয়ালিটি নির্ধারণ করে দিয়েছে ইউটিউব।
নতুন ফিচারটি আরেকটু আলাদা ধরণের। এটির মূল উদ্দেশ্যই ‘উন্নতমানের ছবি কোয়ালিটি’ মোড। ওয়াইফাই না থাকলে এটিতে বেশি ডেটা খরচ হবে। ডিফল্টে ৭২০পি থাকবে এবং ডেটা সেভার মোডে থাকবে ৪৮০পি।
নেটওয়ার্ক দুর্বল হলে কোয়ালিটি কমে যাবে। এতে সর্বনিম্ন ১৪৪ পিক্সেলেও নেমে যেতে পারে। আবার ভালো নেটওয়ার্কের আওতায় আসলে এইচডি মানের ভিডিও দেখাবে ইউটিউব।
চলমান ভিডিওর সেটিংসে ক্লিক করলে অনেক ব্যবহারকারী ‘কোয়ালিটি ফর কারেন্ট ভিডিও’ অপশনে ‘অটো’, ‘হাইপিকচার কোয়ালিটি’, ‘ডেটা সেভার’, ‘অ্যাডভান্সড’ অপশন পাচ্ছেন। এখান থেকেই মূলত নিজের মনের মতো অপশন নির্বাচন করা যাবে।
সৌজন্যে: ডেইলি বাংলাদেশ
সাইবারবার্তা.কম/এনটি/জেডআই/২৫ ই এপ্রিল ২০২১