সোমবার, ফেব্রুয়ারি ১০ ২০২৫ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ১০ই শাবান, ১৪৪৬ হিজরি

বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযান, দুই কেএনএফ সদস্য আটক

:: নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা.কম :: 

বান্দরবানের রুমা উপজেলার কেপলংপাড়া এলাকা থেকে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৭ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় তাদের আটক করে। আটকরা হলেন- ভান মুন লম বম (৪২) ও ফিলিপ খিয়াং (৩৬)।  

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর একটি অপারেশন দল কেপলংপাড়া এলাকায় কেএনএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার সময় অপারেশন দলটি দুজনকে আটক করে। 

আইএসপিআর জানায়, আটক কেএনএফ সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও সশস্ত্র কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। 

বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ এ ধরনের অভিযান পরিচালনা করছে।

(সাইবারবার্তা.কম/২৮জানুয়ারি২০২৫/০৪০৩)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ