সাইবার বার্তা ডেস্ক: দেশের বাজারে রিয়েলমির পদার্পণের গল্প বেশিদিন আগের না হলেও, কম্পিটিটিভ প্রাইসিং দিয়ে দেশের মানুষের মন জয় করে নিয়েছে রিয়েলমি। সেই প্রতিশ্রুতি বজায় রেখে এবার বাংলাদেশের বাজারে চলে এলো রিয়েলমি’র নারজো সিরিজের নতুন ফোন, রিয়েলমি নারজো ৩০এ।
রিয়েলমি নারজো ৩০এ ফোনটি সহজেই বাজেট গেমারদের জন্য নতুন পছন্দ হতে পারে। চলুন জেনে নেয়া যাক, রিয়েলমি নারজো ৩০এ এর ডিসপ্লে, হার্ডওয়্যার, সফটওয়্যার ও দাম সম্পর্কে বিস্তারিত তথ্য।
ডিজাইন ও ডিসপ্লে
ডায়গনাল স্ট্রিপ ব্যাক ডিজাইনের ফোন, রিয়েলমি নারজো ৩০এ তে থাকছে ৬.৫ ইঞ্চির মিনি ড্রপ আইপিএস ডিসপ্লে। ফোনটির ব্যাকে রয়েছে ক্যামেরা আর ফিংগারপ্রিন্ট সেন্সর।
প্রসেসর ও পারফরম্যান্স
ফোনটি মূলত তরুণ গেমারদদের জন্যই তৈরী। তাই ফোনটির আসল ফোকাস রাখা হয়েছে এর চিপসেটের উপর। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর শক্তিশালী হেলিও জি৮৫ প্রসেসর, যা একটি গেমিং প্রসেসর। বাজেট বিবেচনায় এটিই প্রথম ফোন যেটিতে এই শক্তিশালী প্রসেসরটি ব্যবহার করা হয়েছে।
এর আগে রিয়েলমি সি৩ ফোনটিতে কমদামেই গেমিং প্রসেসর যুক্ত করে রীতিমতো দেশের বাজারে সাড়া ফেলে দিয়েছিলো রিয়েলমি।আবারো বাজেট গেমারদের পছন্দের তালিকায় যুক্ত হতে যাচ্ছে এই নতুন রিয়েলমি নারজো ৩০এ ফোনটি।
রিয়েলমি নারজো ৩০এ তে থাকছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট ব্যবহার করে স্টোরেজ বাড়ানোর সুবিধা তো থাকছেই। সৌজন্যে: বাংলাটেক২৪
(সাইবারবার্তা.কম/এনটি/জেডআই/২৩মার্চ ২০২১)