শনিবার, জানুয়ারি ১৮ ২০২৫ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

বন্ধ হচ্ছে ইয়াহু মোবাইল

সাইবারবার্তা ডেস্ক: ইয়াহু মোবাইল হলো একটি মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও)। ভেরিজন নেটওয়ার্ক ব্যবহার করে এটি মোবাইল সেবা প্রদান করে থাকে। গতমাসে ভেরিজন ঘোষণা করে যে, এটি এওএল, ইয়াহু ওয়েবসাইট প্রোপার্টিজ এবং ব্র্যান্ডসহ মিডিয়া গ্রুপ বিক্রি করে দেবে। এর ফলে ইয়াহু মোবাইল নেটওয়ার্ক বন্ধ হতে যাচ্ছে।

 

ইয়াহু মোবাইল নেটওয়ার্কটি ততোটা জনপ্রিয় নয় এবং এর ডিভাইস সিলেকশনও ছিলো খুব কম। ইয়াহু মোবাইলের ওয়েবসাইটে বলা হয়েছে, ভেরিজন আলাদাভাবে ইয়াহু ব্র্যান্ডকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। ফলস্বরূপ ইয়াহু মোবাইল কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে।

 

ইয়াহু মোবাইলের বর্তমান গ্রাহকরা আগামী ৩১ আগস্টের মধ্যে তাদের ফোন নাম্বার অন্য অপারেটরে ট্রান্সফার করে নিতে পারবেন। তবে এর আগে যাদের বিলিং সাইকেল শেষ হবে তাদের সেবা আগেই বন্ধ করে দেয়া হবে। গ্রাহকরা ১৬ জুনের পর আর মাত্র একমাস সেবাটি রিনিউ করতে পারবে। এছাড়া অটোপে অ্যাকাউন্টগুলোতে সর্বশেষ ১৬ জুলাই চার্জ কর্তন করা হবে।

 

ভেরিজনের আরেকটি মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর ‘ভিজিবল’ একই অবকাঠামো ব্যবহার করে পরিচালিত হচ্ছে। যারা ইয়াহু মোবাইল ব্যবহার করছেন তারা অবশ্যই ভিজিবল অথবা ভেরিজনের সেবা গ্রহণ করতে পারবেন।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২০ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ