রবিবার, জানুয়ারি ২৬ ২০২৫ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর আদর্শে ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠা চায় সরকার:মোস্তফা জব্বার

সাইবারবার্তা ডেস্ক: জ্ঞান ভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

 

সোমবার মুজিববর্ষ উপলক্ষে টেলিযোগাযোগ অধিদপ্তর আয়োজিত ঐতিহাসিক ছয়দফা দিবসের ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই নির্দেশনা দেন তিনি।

 

ডিজিটাল বাংলাদেশ মানে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ গড়তেই দেশে সর্বশেষ ‘এক দেশ এক রেট’ চালু করা হয়েছে।

 

টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: আফজাল হোসেন, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ শাহাদাৎ হোসেন. ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো: সিরাজ উদ্দিন, বিটিসি্এল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো: রফিকুল মতিন, টেলিটক এর ব্যবস্থাপনা পরিচালক মো: সাহাব উদ্দিন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মু: আ: হান্নান টেশিস এর ব্যবস্থাপনা পরিচালক ফকরুল হায়দার চৌধুরী বক্তৃতা করেন।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৮ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ