রবিবার, জানুয়ারি ১৯ ২০২৫ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

ফ্রিল্যান্সিংয়ে ৩ বছর, দেশে তৈরি আইটি হার্ডওয়্যারে ১০ বছর কর অব্যাহতি

সাইবারবার্তা ডেস্ক: ২০২৪ সাল পর্যন্ত আইটি ফ্রিল্যান্সিং পেশা থেকে উদ্ভূত আয়ে ২০২৪ সাল পর্যন্ত কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে ২০২১-২২ অর্থ বছরের বাজেট পেশ করার সময় এই প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

 

অর্থমন্ত্রী বলেন, ‘ক্লাউড সার্ভিস, সিস্টেম ইন্টেগ্রেশন, ই-লার্নিং প্লাটফর্ম, ই-বুক পাবলিকেশনস, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিসেস এবং আইটি ফ্রিল্যান্সিং সেবা হতে উদ্ভূত আয়কে ২০২৪ সাল পর্যন্ত কর অব্যাহতির প্রস্তাব
পেশ করছি। এছাড়াও কতিপয় আইটি হার্ডওয়ার বাংলাদেশে উৎপাদন করলে শর্ত সাপেক্ষে ১০ বছর কর অব্যাহিত প্রদানের প্রস্তাব করছি।’

 

এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি রয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৪ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ