মঙ্গলবার, জানুয়ারি ১৪ ২০২৫ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

ফেসবুকে ফেক আইডি নিয়ে চিন্তা?

কোনো একাউন্টের ব্যাপারে আপনি যদি নিশ্চিত হন তাহলে সেই একাউন্টটি আপনি রিপোর্ট করতে পারেন। ফেসবুকের নিজস্ব রিপোর্ট প্রক্রিয়া আছে। সেখানে গিয়ে ফেক আইডি’র রিপোর্ট করলে ফেসবুক অথরিটি সেই একাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। ফেসবুকের ফেক আই ডি রিপোর্ট করার নিচের পদ্ধতি অনুসরণ করুন।

  • যে প্রোফাইলটি আপনি ফেক হিসেবে চিহ্নিত করেছেন তার কভার ফটোর নিচে থাকা […] এই বাটনটিতে ক্লিক করুন। এরপর Find Support or Report Profile সিলেক্ট করুন।
  • বেশ কিছু অপশনসহ একটি নতুন উইন্ডো আসবে। সেখান থেকে আপনার পছন্দের অপশন সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনি একটি কনফার্মেশন পাবেন যেখানে লেখা থাকবে যে আপনি সফলভাবে একাউন্টটিকে রিপোর্ট করেছেন। ফেসবুকে এ ধরণের রিপোর্টিং ফেসবুকে কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরোধী হিসেবে গণ্য করা হয় তবু একাধিক আকাউন্ট থেকে কোন আইডি বারবার রিপোর্ট করা হলে ঐ আইডিটি ফেসবুক থেকে ডিলিট করে দেয়া হয়।

রিপোর্ট করা ছাড়াও আপনি ফেক আইডি থেকে বাঁচতে আইডি টি ব্লক করতে পারেন কিংবা ঐ ব্যক্তি থেকে আপনার সব পোস্ট হাইড করে রাখতে পারেন।

ছবি: সংগৃহীত

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ