সাইবারবার্তা ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান হামলার নিন্দা এবং ফিলিস্তিনিদের সমর্থন জানাতে টেক জায়ান্ট গুগলকে আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটির ২৫০ ইহুদি কর্মী। ‘জিউশ ডায়াস্পোরা ইন টেক’ নামে ওই কর্মীদের একটি সংগঠন আছে। সংগঠনটি গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইকে একটি চিঠি দিয়েছে। চিঠিতে ফিলিস্তিনিদের সহায়তার জন্য গুগল ইসরায়েলি মানবিক গোষ্ঠীগুলোকে যে সহায়তা প্রদান করে, সেগুলো তদারকি করার আহ্বান জানিয়েছেন তারা।চিঠিতে যেসব কোম্পানি ও প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিনিদের ওপর হামলায় সহায়তা করছে, সেগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক পর্যালোচনা করার জন্য গুগলের অভিভাবক প্রতিষ্ঠান আলফাবেটকে আহ্বান জানিয়েছে ‘জিউশ ডায়াস্পোরা ইন টেক’।
এছাড়া ফিলিস্তিনিরা ইসরায়েলি ও ফিলিস্তিনি বাহিনীর মধ্যে চলমান সংঘাতের কারণে ফিলিস্তিনের মানুষ যে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার প্রকাশ্য স্বীকৃতি দেয়ার দাবি জানানো হয়েছে।টানা ১১ দিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত ৬৫ শিশু ও ৩৯ জন নারীসহ ২৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১ হাজার ৭১০ জন।ইসরায়েলি বাহিনী বলছে, এই সময়ে ফিলিস্তিনের রকেট হামলায় ১ শিশুসহ ১২ জন নিহত হয়েছেন।
(সাইবারবার্তা.কম/আইআই/২১ মে ২০২১)