নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা.কম: প্রযুক্তিবিদদের হালনাগাদ তথ্য নিয়মিত জানাতে ‘সিস বাইট’ নামে মাসিক নিউজলেটার প্রচারের কার্যক্রম শুরু করেছে দেশের তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত প্রকৌশলী ও কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ফোরাম (বিডিসাফ)। । শুক্রবার (১ সেপ্টেম্বর ২০২৩) সকালে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নিউজলেটারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।
সংগঠনটির সভাপতি জোবাইর আলমাহমুদ হোছাইনের সভাপতিত্বে নিউজলেটারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেকনোলজি মিডিয়া গিল্ডের প্রেসিডেন্ট মোহাম্মদ কাউছার উদ্দিন।
এ সময় নিউজলেটার সিসবাইটের সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম নিউজলেটারের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। নিউজলেটারটির চলমান সংখ্যায় কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সমন্বয় করে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের অগ্রগতি কীভাবে সম্ভব, এ বিষয়ে প্রচ্ছদ প্রতিবেদন করা হয়েছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচার, সিটিও কর্ণার, জোকস, কবিতাসহ বিডিসাফের কর্মকাণ্ড তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা নিউজলেটারটি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে কর্মরতদের চলার পথের পাথেয় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
(সাইবারবার্তা.কম/এমকম/০২সেপ্টেম্বর২০২৩/১০৫৫)