সাইবারবার্তা ডেস্ক: দৈনিক প্রথম আলোতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি আইটি বিভাগে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রথম আলো ‘সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। এ পদে নিয়োগ পেলে কর্মস্থল হবে ঢাকা।
আবেদনের যোগ্যতা
কম্পিউটার সায়েন্স বা প্রকৌশলবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে এ পদে আবেদন করতে চাইলে। লিনাক্স বা উইন্ডোজ ম্যানেজমেন্টে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ভিএমওয়্যার, সিস্কো নেটওয়ার্ক ও ফায়ারওয়াল বিষয়েও জ্ঞান থাকতে হবে। থাকতে হবে যোগাযোগ দক্ষতাও।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
আগামী ১০ জুন।
(সাইবারবার্তা.কম/আইআই/১ জুন ২০২১)