বৃহস্পতিবার, জানুয়ারি ১৬ ২০২৫ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

নিজেদের সুপার কম্পিউটার তৈরী করল ইরান

সাইবারবার্তা ডেস্ক: বিশ্বের সুপার কম্পিউটারের অধিকারী দেশগুলোর তালিকায় স্থান করে নিল ইরান। নিজেদের তৈরি আধা টেরাফ্লপ গতির সুপার কম্পিউটার ‘সিমোর্গ’ উদ্বোধন করেছে ইরান।রোববার (১৬ মে) দেশটির বিখ্যাত আমির কাবির বিশ্ববিদ্যালয়ে এই সুপার কম্পিউটারটি উদ্বোধন করা হয়। সিমোর্গ সুপার কম্পিউটারটি ইরানের প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণাকেন্দ্র এবং আমির কাবির বিশ্ববিদ্যালয় যৌথভাবে তৈরি করেছে।

 

 

ইরানের যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি বলেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো নিশ্চিত করতে এ সুপার কম্পিউটার তৈরি করা হয়েছে। তিনি বলেছেন, ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ইরানসহ গোটা বিশ্বের বাণিজ্যের প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে।ইরানের সুপার কম্পিউটারের গতি হচ্ছে আধা টেরাফ্লপ। আগামী এক মাসের মধ্যে এর গতি এক টেরাফ্লপে উন্নীত হবে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, মেগা ডেটা বিশ্লেষণ, আবহাওয়ার পূর্বাভাস, ভূমিকম্পের বিষয়ে আগাম সংকেত সংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন এবং জেনেটিক ডেটা প্রসেসিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১৯ মে ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ