সাইবারবার্তা ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই একটি প্ল্যাটফর্ম গড়ে তুলছেন। দুই থেকে তিন মাসের মধ্যে তার নিজস্ব সামাজিক যোগাযোগের মাধ্যম আসছে। ট্রাম্পের ২০২০ সালের নির্বাচনী মুখপাত্র জেসন মিলার এ কথা জানিয়েছেন।
গত রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মিলার বলেন, আমার ধারণা, আগামী দুই-তিন মাসের মধ্যেই ট্রাম্প আবার সামাজিক মাধ্যমে ফিরে আসবেন। তবে এবার তার নিজস্ব প্ল্যাটফর্ম নিয়ে। নিজের প্রতিষ্ঠান তৈরি করে আবার সক্রিয় হবেন তিনি। ইতোমধ্যে তার লাখ লাখ অনুসারীর সঙ্গে যোগাযোগ শুরু করে দেওয়া হয়েছে। টুইটার, ফেসবুকের চেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রাম্প গড়ে তুলবেন বলে আশা করছেন তার অনুসারীরা। ট্রাম্পের এ প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হটেস্ট টিকিট’ বা ‘অত্যন্ত জনপ্রিয়’ হবে বলে জানান তিনি। ট্রাম্পের মাধ্যমে সামাজিক যোগাযোগের পুরো খেলাই ভিন্নভাবে সংজ্ঞায়িত হবে।
ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প ব্যাপকভাবে টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করতে থাকেন। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনের মতো আনুষ্ঠানিক যোগাযোগের বাইরে টুইটার-ফেসবুক হয়ে ওঠে ট্রাম্পের যোগাযোগের প্রধান মাধ্যম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বেপরোয়া ও উস্কানিমূলক কথাবার্তা প্রচারের মাধ্যমে ক্যাপিটল হিলে ভয়াবহ সহিংসতার পর জানুয়ারি মাস থেকে টুইটার ও ফেসবুকে আজীবন নিষিদ্ধ হন ট্রাম্প। সৌজন্যেঃ সমকাল
(সাইবারবার্তা.কম/আরআই/জেডআই/২৩মার্চ,২০২১)