বুধবার, মার্চ ২৬ ২০২৫ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল | ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

দাগনভূঞার হাফেজ রুহুল আমীন আর নেই

:: নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা.কম ::

ফেনীর দাগনভূঞার দাগনভূঞা আহমাদিয়া হাফেজিয়া মাদ্রাসার পরিচালক, বহু হাফেজ-আলেমের শিক্ষক হাফেজ রুহুল আমীন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার (৫ জানুয়ারি’২৫) ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তি‌নি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

রবিবার বাদ আছর দাগনভূঞা আতাতুর্ক আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় দলমত নি‌র্বি‌শে‌ষে বি‌ভিন্ন শ্রেণি‌পেশার ক‌য়েক হাজার মানুষ অংশ নি‌য়ে‌ছেন।

 

মৃত্যুকালে হাফেজ রুহুল আমীন ছয় ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের স্ত্রী হাফেজ শিরিন আক্তার ২০১৭ সালে ইন্তেকাল করেন।

 

কোরআনের হাফেজ তৈরিতে নিবেদিত প্রাণ হিসেবে হাফেজ রুহুল আমীনের নাম এলাকায় ব্যাপক সমাদৃত। তি‌নি প্রায় ৪০ বছর ধ‌রে দাগনভূঞার ক‌রিমপ‌ু‌রে লাল মস‌জি‌দের খ‌তিব হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। তার হাতে তৈরি বহু কোরআনের হাফেজ ইসলাম ধর্মের প্রচার-প্রসারে দেশ বি‌দে‌শে কাজ করছেন।

(সাইবারবার্তা.কম/০৫জানুয়ারি’২৫/১৪৩২) 

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ