সাইবারবার্তা ডেস্ক: দঙ্গল ছাড়াই ই-সাইন সুবিধা চালু করছে আইসিটি বিভাগের বিজিডি ই-গভ সার্ট। এপ্রিল মাসের শেষ দিকে এই সেবাটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
তবে তার আগে বুধবার নিজেদের ভিডিও কনফারেন্সিং অ্যাপ ‘বৈঠক’ এর মাধ্যমে অংশীজনদের কাছে অ্যাপ ভিত্তিক এই ই-সাইনের বিস্তারিত তুলে ধরেন বিজিডি ই-গভ সার্টের সিএ ম্যানেজার মেহেদী মাসরুর ইবনে মতিন।
বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহর সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকে অন্যান্যের মধ্যে আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সানজিদা সোবহান, ই-ক্যাব অর্থ সচিব মোহাম্মাদ আব্দুল হক, সিসিএ নিয়ন্ত্রক আবু সাঈদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই সেবা চালুর ফলে এখন থেকে ডিজিটাল সিগনেচারের জন্য সাড়ে তিন হাজার টাকা দিয়ে যে দঙ্গলটা কেনা লাগতো তা আর লাগবে না। এর পরিবর্তে ৫০০-৬০০ টাকায় সাবসক্রিপশন সেবা নিয়ে ডিজিটাল স্বাক্ষরের আইনি অবকাঠামো সুবিধা মিলবে। এই সুবিধাটি ডিজিটাল লেনদেনের অথেন্টিকেশন নিশ্চিত করার পাশাপাশি অনলাইন পেমেন্ট ব্যবস্থাকে নিরাপদ করবে।
সৌজন্যে: ডিজিবাংলা
(সাইবারবার্তা.কম/জেডআই/৩১মার্চ,২০২১)
 
								 
											 
											 Print
Print



