বৃহস্পতিবার, জানুয়ারি ২ ২০২৫ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ১লা রজব, ১৪৪৬ হিজরি

ডিজিটাল অর্থনীতির বিকাশে সাড়ে ২৯ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: দেশে ডিজিটাল অর্থনীতির প্রসারে সহায়ক পরিবেশ তৈরি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে বাংলাদেশকে ২৯ কোটি ৫০ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক।  ‘এনহেন্সিং ডিজিটাল গভার্নমেন্ট অ্যান্ড ইকোনমি’ প্রকল্পের মাধ্যমে বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ৫৩৭ কোটি টাকা পাবে বাংলাদেশ।

 

চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলার কৌশল নির্ধারণ ও কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি ও চাকরির সুযোগ সৃষ্টি করা হবে এই টাকায়।  বাংলাদেশ সরকারের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির জন্য একটি ডিজিটাল লিডারশিপ অ্যাকাডেমি স্থাপনের মাধ্যমে ডিজিটাল অর্থনীতি সংক্রান্ত প্রশিক্ষণ ও গবেষণার সুযোগও সৃষ্টি করা হবে এই ঋণের অর্থে। পাশাপাশি  সরকারি ও বেসরকারি খাতের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ডিজিটালাইজেশন করা এবং দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ যোগাতেও ব্যয় হবে এই ঋণের অর্থ।

বিপরীতে ইউরোপীয় আন্তঃব্যাংক সুদ হারের (ইউরোবর) সঙ্গে শূন্য দশমিক ৯৮ শতাংশ সুদ হারসহ সব মিলিয়ে প্রায় ২ শতাংশ সুদসহ ৩৪ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে। এর মধ্যে ঋণের রেয়াতকাল ধরা হয়েছে চার বছর।

 

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি মার্সি মিয়াং টেম্বন রোববার এই ঋণ চুক্তিতে চুক্তিতে সই করেন।

শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তি অনুষ্ঠানে জানানো হয়, ‘এনহেন্সিং ডিজিটাল গভার্নমেন্ট অ্যান্ড ইকোনমি’ শীর্ষক প্রকল্পের আওতায় এই অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এ প্রকল্পটি ২০২৬ সালের মধ্যে বাস্তবায়ন করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

অনুষ্ঠানে বলা হয়, প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ডিজিটাল অর্থনীতি প্রসারে সহায়ক পরিবেশ তৈরি করা এবং দেশীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের প্রসার ঘটানো।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১০ জানুয়ারী ২০২২)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ