শুক্রবার, নভেম্বর ১ ২০২৪ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - হেমন্তকাল | ২৮শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ট্রাম্পের কণ্ঠস্বর মুছে ফেলছে ফেসবুক

সাইবারবার্তা ডেস্ক: এবার বুঝি নিজেদের প্লাটফর্মে ট্রাম্পের টিকিটাও রাখতে চাইছে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।সহিংসতায় উসকানির দায়ে নিষিদ্ধ করার পর সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের কণ্ঠে করা পোস্টও সরিয়ে ফেলবে তারা। যেসব অ্যাকাউন্ট থেকে ডোলান্ড ট্রাম্পের এ ধরনের কনটেন্ট শেয়ার করা হবে সেসব অ্যাকাউন্টের ক্ষেত্রেও বাড়তি বিধিনিষেধ আরোপ করা হবে।

শ্বশুরের একটি সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করার পরই ভিডিওটি সরিয়ে নিয়ে ট্রাম্পের পুত্রবধূ ও মিডিয়া ব্যক্তিত্ব লারা ট্রাম্পকে সতর্ক করে মেইল পাঠিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সমর্থিত মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের কন্ট্রিবিউটর লারা ট্রাম্প ফেসবুকের পাঠানো সেই মেইলের স্ক্রিনশট শেয়ার করেছেন।

মেইলে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোতে যে ব্লক রাখা হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে পোস্ট করা অন্যান্য কনটেন্টও সরিয়ে ফেলা হবে। এটি সংশ্লিষ্ট অ্যাকাউন্টকেও বাড়তি বিধিনিষেধের মুখে ফেলে দেবে।

২০২১ সালের জানুয়ারিতে মার্কিন পার্লামেন্ট ভবনে উগ্র ট্রাম্প সমর্থকদের রক্তক্ষয়ী তাণ্ডবের ঘটনায় নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে মূল ধারার সবকটি সোশ্যাল মিডিয়া। টুইটার, ফেসবুক ও ইউটিউব থেকে নিষিদ্ধ হয়ে নিজেই একটি সামাজিক যোগাযোগের মাধ্যম খোলার উদ্যোগ নেন তিনি।  সৌজন্যে: ডিজিবাংলা

(সাইবারবার্তা.কম/আরআই/জেডআই/২ এপ্রিল,২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ