শনিবার, অক্টোবর ১২ ২০২৪ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ - শরৎকাল | ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

টেলিডেনসিটি বাড়লেও কমেছে ইন্টারনেট পেনিট্রেশন

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: চলতি বছরের অক্টোবরে দেশের চার মোবাইল অপারেটরের গ্রাহক বেড়েছে ১০ লাখ। এই সময়ে সবচেয়ে বেশি মোবাইল গ্রাহক বেড়েছে রবি-তে।

বিপরীতে মাস ব্যবধানে মোট ইন্টারনেট ব্যবহারকারী ৪ লাখ বাড়লেও ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বাড়েনি।

 

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষে দেশে মোট মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি ১৩ লাখে পৌঁছেছে। এ সময়ে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯১ লাখে। ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক আগের মাসের মতোই এক কোটি সাত হাজারে স্থির রয়েছে।

 

বিটিআরসি’র পরিসংখ্যান বলছে, অক্টোবরে মোট টেলিডেন্সিটি ছিলো ১০৫ দশমিক ৮৭ শতাংশ। মাস ব্যবধানে দশমিক ২২ শতাংশ বেড়েছে। কিন্তু এই সময়ে ইন্টারনেট ডেনসিটি কমেছে দশমিক ১৩ শতাংশ। ফলে অক্টোবরে ইন্টারনেট পেনিট্রেশন ছিলো ৭৪.৬৪ শতাংশ। এক মাসে ব্রডব্যান্ডে দশমিক ৩ শতাংশ এবং মোবাইলে দশমিক ১০ শতাংশ ইন্টারনেট পেনিট্রেশন কমেছে।

 

সেপ্টেম্বরে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ছিলো ১১ কোটি ৮৭ লাখ। ওই সময়ে মোট মোবাইল গ্রাহকের সংখ্যা ছিল ১৮ কোটি ২ লাখ এবং মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১২ কোটি ৮৭ লাখ।

পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে মোবাইল অপারেটরগুলোর মাধ্যমে চার লাখ নতুন ইন্টারনেট গ্রাহক যুক্ত হয়েছে।

এছাড়াও এই সময়ে সর্বাধিক পাঁচ লাখ নতুন গ্রাহক পেয়েছে রবি আজিয়াটা লিমিটেড। অপারেটরটির গ্রাহকসংখ্যা এখন ৫ কোটি ৩৫ লাখ।

দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোন এ সময় দ্বিতীয় সর্বোচ্চ তিন লাখ নতুন গ্রাহক টেনেছে। অপারেটরটির মোট গ্রাহকসংখ্যা এখন ৮ কোটি ৪১ লাখ।

তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক পেয়েছে নতুন এক লাখ গ্রাহক। এর মাধ্যমে অপারেটরটির মোট গ্রাহকসংখ্যা দাঁড়াল ৩ কোটি ৭১ লাখে।

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক অক্টোবরে ৮০ হাজার নতুন গ্রাহক পেয়েছে। ফলে টেলিটকের মোট গ্রাহক এখন ৬৪ লাখ।

(সাইবারবার্তা.কম/আইআই/৫ ডিসেম্বর ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ