নিজস্ব প্রতিবেদক,সাইবারবার্তা: বহুল প্রত্যাশিত গ্রুপ ভিডিও কল সুবিধা যুক্ত হলো টেলিগ্রামে। নিরাপদ মেসেজিং সেবাটির আইওএস, অ্যান্ড্রয়েড এবং ডেস্কটপ অ্যাপ ব্যবহারকারীরা তাদের গ্রুপ ভিডিও চ্যাটকে ভিডিও কনফারেন্স কলে রূপান্তর করতে পারবেন। খবর এনগ্যাজেট।
নতুন গ্রুপ ভিডিও কল সুবিধায় ব্যবহারকারী চাইলে তার স্ক্রিণ শেয়ার করতে পারবেন। তবে একইসাথে ক্যামেরা ফিড এবং স্ক্রিণ দেখানোর সুযোগও থাকছে।
প্রাথমিকভাবে সর্বোচ্চ ৩০ জন গ্রুপ ভিডিও কলে যুক্ত হতে পারবেন। তবে টেলিগ্রাম জানিয়েছে, শিগগিরই এই সংখ্যা বাড়ানো হবে। লাইভ ইভেন্টকে সহায়তা করতে ভিডিও কলে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ানো হবে। এছাড়া বেশকিছু নতুন ফিচারও যুক্ত হবে।
স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট ও কম্পিউটার থেকে গ্রুপ ভিডিও কলে অংশগ্রহণ করা গেলেও শেষের দুই ডিভাইসের জন্য বাড়তি সুবিধা থাকছে। বিশেষ করে ট্যাবলে সাইড প্যানেল ওপেন করা যাবে, ফলে ভিডিও অংশগ্রহণকারীদের গ্রিড ভিউ এবং কলে থাকা সকলের তালিকা দেখা যাবে।
উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বি মেসেজিং সেবার মধ্যে বেশ পরেই টেলিগ্রামে গ্রুপ ভিডিও কল যুক্ত হলো। গত বছরের এপ্রিলে টেলিগ্রাম এই ফিচারটি আনার ঘোষণা দেয়।
(সাইবারবার্তা.কম/আইআই/২৫ জুন ২০২১)